বাংলার রাজনীতির আঙিনায় ২০১৯ সালে যে জুটিকে ঘিরে সবথেকে বেশি চর্চা হয়েছিল তা নিঃসন্দেহে সৌমিত্র-সুজাতা। দিনের পর দিন দেখা যেত সৌমিত্রর জন্য একেবারে রাত দিন এক করে খাটছেন সুজাতা খাঁ। পরে জিতেও যান সৌমিত্র খাঁ। সাংসদের চেয়ারে বসেন তিনি। কিন্তু সুজাতার সঙ্গে আগের সম্পর্কে ভাটা পড়ে। গেরুয়া শিবির ত্যাগ করে সুজাতা তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন। আর এখন তো একেবারে সৌমিত্রর সঙ্গে বিচ্ছেদের সুর বাজছে সুজাতার জীবনে। কিন্তু তার সঙ্গেই শোনা যাচ্ছে সুজাতা মণ্ডলের জীবনে এখন অন্য গানের কলি। তাঁর ফোনেও শোনা যাচ্ছে, আমার পরানও যাহা চায়🍬 তুমি তাই তুমি তাই গো…। আসলে ব্🔯যাপারটা কী?
অনেকেই বলছেন এই তুমি মানে সৌমিত্র নন। অন্য় কারোর ইঙ্গিত দিচ্ছেন সুজাতা। কিন্তু কে তিনি সেটাই এখন বড় প্রশ্ন। তবে সুজাতা নিজে অবশ্য় এনিয়ে খোলসা করে কিছু বলেননি। তবে শনিবার বাঁকুড়া জেলা আদালতে এসেছিলেন সুজাতা। সেখানে সংবাদমাধ্যꩲমের সামনে মুখ ✃খুলেছিলেন তিনি।
তিনি জানিয়েছিলেন, আজকে নিজেকে অনেকটাই হালকা লাগছে। কোনও বিষাক্ত সম্পর্কে থেকে নিজেকে অপমানিত ও অত্যাচারিত হতে কার ভালো লাগে। আমার যা বয়স অর্ধেকের বেশি জীবন এখনও বাকি রয়েছে। গোটা জ♐ীবন নষ্ট করার থেকে ভালোভাবে ও সুস্থভাবে বেঁচে থাকাটাই দরকার। অনেক মেয়েই এটা পারে না, আমি তাঁদের প্রতি সমব্যথী। কিন্তু আমি বেরিয়ে আসত𒅌ে পেরেছি।
꧅ এদিকে রবিবার সন্ধ্যাতেও হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল তাঁর সঙ্গে। ফোন বেজে গিয়েছে। কলার ট🔯িউনে বাজছে, আমার পরান যাহা চায় তুমি তাই…তুমি তাই গো…