এমন প্রত্যুত্তর দেব যাতে তৃণমূল কংগ্রেসও সারা জীবন মনে রাখবে। দিল্লি যাওয়ার আগে তৃণমূলের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়ে এই হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, বিরোধী দলের নেতাদের বাড়ি ঘেরাও তাঁদের সাংবিধানিক অধিকার খর্ব করার চেষ্টা। যা কোনও ভাবেই মেনে নেবে না বিজেপি।রবিবার দুপুরে নিউটাউনে নিজের বাসভবনে সুকান্তবাবু বলেন, ‘ওদের যা করার ওরা করুক। কিছু মানুষের প্রাণ যদি যায়, কেউ যদি আহত হয়, কোনও মায়ের কোল যদি খালি হয় আমরাও তৃণমূল কংগ্রেসকে ছাড়ব না। পরবর্তী পদক্ষেপ আপরা সঠিক সময় ঘোষণা করব। এমন প্রত্যুত্তর দেব তৃণমূল কংগ্রেসও সারা জীবন মনে রাখবে’।তিনি জানান, ‘রাজ্যের বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা FIR করেছেন। এটা প্ররোচনামূলক কথা। মুখ্যমন্ত্রী ও তাঁর স্বনামধন্য কয়লা ভাইপো যে ভাবে হিংসায় প্ররোচনা দিয়েছে তা ভারতের ইতিহাসে কেউ কখনও দেখেনি’।তৃণমূলের কর্মসূচি নিয়ে অমিত শাহের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়ে সুকান্তবাবু বলেন, ‘বিষয়টি নিয়ে গতকাল আমার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কথা হয়েছে। ওনাকে আমি বিষয়টি চিঠি দিয়ে জানাচ্ছি। রাজ্যপালের সঙ্গে দেখা করেও আমাদের একটি প্রতিনিধিদল দেখা করে বিষয়টি জানাবে। কারণ সাংবিধানিক অধিকার খর্ব করার চেষ্টা হচ্ছে’।সুকান্তবাবুর হুঁশিয়ারি, ‘তৃণমূলের কর্মসূচি মোকাবিলায় বিজেপি প্রস্তুত আছে। তার পালটা কী হবে তৃণমূল কংগ্রেসকে ভেবে রাখতে বলবেন। আমরা হাতে চুড়ি পরে বসে নেই’।