করোনার দাপট কমেছে কিছুটা। নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে পর্যটন ব্যবসা। তার মধ্যেই বাগডোগরা বিমানবন্দর ১৫ দিনের জন্য বন্ধ। স্বাভাবিতভাবেই সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রী থেকে পর্যটন ব্যবসায়ীরা। এনিয়ে বিপাকে পড়েছেন অনেকেই। তবে এসবের মধ্যেই কিছুটা হলেও সমস্যা মেটানোর উদ্যোগ নিল উত্তর পূর্ব সীমান্ত রেল। সামার স্পেশাল অতিরিক্ত ট্রেন চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।রেল সূত্রে খবর, তিনটি স্পেশাল ট্রেন চলবে। ১৪ এপ্রিল থেকে প্রতি বৃহস্পতিবার চলবে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া সামার স্পেশাল ট্রেন। ১৬ই এপ্রিল থেকে প্রতি শনিবার চলবে কামাখ্যা শিয়ালদহ সামার স্পেশাল, ১৮ই এপ্রিল প্রতি মঙ্গলবার থেকে চলবে অসমের রাঙাপাড়া থেকে পুরী সামার স্পেশাল ট্রেন চলবে। এই স্পেশাল ট্রেনগুলো প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, শনিবার ও মঙ্গলবার করে চলবে। এদিকে রেলের এই উদ্যোগে পর্যটন ব্যবসায়ীরাও অত্যন্ত খুশি। করোনা পরিস্থিতির পরে নতুন আশায় দিন গুনছেন তাঁরা। উত্তর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, গত দুবছর ধরে করোনা পরিস্থিতির জেরে বেড়ানোর প্রবনতা অনেকটাই কম ছিল। তবে আমরা চাই পর্যটকরা আরও বেশি করে উত্তরবঙ্গ ও অসমের দিকে আসুন। পর্যটনের সঙ্গে জড়িয়ে থাকা অর্থনীতির উন্নতি হোক এটা আমরা চাই। এনিয়ে পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্য়াল জানিয়েছেন, এই সময়টাতে বিমানবন্দর বন্ধ করে দেওয়া মানে পর্যটকদের ব্যাপক ক্ষতি হয়ে গেল। আগে কাজ করলে এমনটা হত না। আমরা আশাবাদী ১৫দিনের মধ্যে কাজ শেষ হবে। পর্যটকদের বলছি ট্রেনের সংখ্যা বাড়ছে। ট্রেনে করে উত্তরবঙ্গে আসুন।