সামনে পঞ্চায়েত ভোট। তার আগে দক্ষিণ ২৪ পরগনার একাধিক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধির অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সোনারপুর স্টেশন রোডে সভা করেন বিরোধী দলনেতা। সেখানে তিনি একের পর এক নাম ধরে ধরে তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধির অভিযোগ তোলেন শুভেন্দু অধꦚিকারী। পাশপাশি সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রকেও বিভিন্ন বিষয়ে আক্রমণ করেন।
বিরোধী দলনেতার দাবি, ফিরদৌসꦏী বেগমের সম্পত্তি গত কয়েক বছরে রকেটের গতিতে বেড়েই চলেছে। অন্যদিকে, শওকত মোল্লা বেনামে অনেক সম্পত্তি কিনেছেন বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। সেই স্বপক্ষে তিনি প্রমাণ দেখিয়েছেন। রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেন বিরোধী দলনেতা। এছাড়া লাভলি মৈত্রকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘প্রাক্তন বিধায়ক জীবন মুখোপাধ্যায়কে পরিকল্পনা করে সরিয়ে দেওয়ার পিছনে লাভলি মৈত্রের হাত রয়েছে।’ রবিবার সোনারপুরে ঢালাই ব্রিজ থেকে রাজপুর হয়ে সোনারপুর স্টেশন পর্যন্ত একটি পদযাত্রা করেন রাজ্যের বিরোধী দলনেতা। মূলত রাজ্য সরকারের বিভিন্নಌ দুর্নীতি এবং সোনারপুরে দলীয় কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে ছিল এই পদযাত্রা। পদযাত্রা শেষে সোনারপুর স্টেশনের কাছে একটি পথসভাও করেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল বিধায়কদের আক্রমণ করেন বিরোধী দলনেতা।
এদিকে, শুভেন্দু অধিকারীকে পালটা দুর্নীতিবাজ বলে কটাক্ষও করেন লাভলি মৈত্র। নারদ কাণ্ডের পꦺ্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শুভেন্দুর টাকা নেও🎃য়ার বিষয়টি রাজ্যের মানুষ দেখেছে।’ বিধানসভায় তিনি বিরোধী নেতার ভূমিকাও ঠিকমতো পালন করেননি বলে অভিযোগ করেন লাভলি মৈত্র।আগামী মঙ্গলবার শুভেন্দুর পালটা সভা সোনারপুরে হবে বলেও জানান তৃণমূলের তারকা বিধায়ক।