বিজেপি সংস𒉰্রব ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জ🌟িলাল। এবার সেখানে সংগঠন ভেঙে পড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। তাই তড়িঘড়ি আলিপুরদুয়ারে গিয়ে জনসভা করার কথা ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই জনসভা হবে সুমন কাঞ্জিলালের বিরুদ্ধে। আগামীকাল, শুক্রবার আলিপুরদুয়ারে জনসভা করবেন বিধানসভার বিরোধী দলনেতা। তার প্রস্তুতি এখন চলছে।
এদিকে শুভেন্দু অধিকারীর জনসভার ঠিক পরেরদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন কোচবিহারে। তাই এখন কোচবিহারের মাথাভাঙায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানেই আরও তিন বিজেপি বিধায়ক যোগ দেবে বলে জানিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। তাতে আরও চাপে পড়ে গিয়েছে বিজেপি বলেই এখন জেলায় যেতে হচ্ছে শুভেন্❀দু অধিকারীকে। যদিও অভিষেকের জনসভার নির্ঘণ্ট আগে থেকেই স্থির হয়েছিল। রাজ্যের নানা জেলায় তিনি সভা করে চলেছেন। কারণ সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সুমন দল ছাড়ায় শুভেন্দু সেখানে ঝটিকা সফরে যাচ্ছেন ড্যামেজ কন্ট্রোলে।
অন্যদিকে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের দলবদলের ঘটনায় দলীয় কর্মীদের উজ্জীবিত করতে আলিপুরদুয়ারে আসছেন শুভেন্দু অধিকারী। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের 🐟দলীয় কর্মীদের নিয়ে করা হবে বিজেপির জনসভা। আগামী ১০ ফেব্রুয়ারি জনসভাকে কেন্দ্র করে আলিপুরদুয়ার জেলা শহরের রাজপথে মিছিলে যোগ দেবেন শুভেন্দু অধিকারী। মিছিল শেষে আলিপুরদুয়ার বিধানসভার বিজেপি কর্মীদের উজ্জীবিত করতে ভাষণ দেবেন তিনি। এদিন সেই সভা সফল করতে তৎপর হলেন জেলা বিজেপির শীর্ষ♑ নেতৃত্ব থেকে কর🐼্মীরা। আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয়ে জরুরিভিত্তিক প্রস্তুতি সভা আয়োজন করে জেলা বিজেপি।