টেটের প্রশ্ন ফাঁস হয়েছ🐼ে বলে দাবি করলন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার পূর্ব বর্ধমানের এক সভা থেকে এই দাবি করেন তিনি। সঙ্গে বলেন, রাজ্যে বেকার যুবকরা চাকরি চাইলে বিজেপিকে আনতে হবে।
এদিন পূর্ব বর্ধমানের সভায় বরাবরের মতোই আক্রমণাত্মক ছি♒লেন শুভেন্দু। সেখানেই তিনি দাবি করেন, রবিবার হওয়া টেটের প্রশ্ন পরীক্ষা শুরুর আগেই বাইরে বেরিয়ে গিয়েছে।
শুভেন্দু বলেন, ‘গতকাল টেট পরীক্ষা ছিল। বেলা ১২টা থেকে পরীক্ষা শুরু। আর ১১.৪০ মিনিট থেকে সবার মোবাইলে প্রশ্নপত💯্র ঘুরছে।’ সঙ্গে তিনি বলেন, ‘২০১৪ সালের পর থেকে এসএস𒊎সি পরীক্ষা হয়নি।’
এদিনের সভায় শুভেন্দু দাবি করেন, আরামবাগ লোকসভা কেন্দ্রে কারচুপি করে জিতেছে তৃণমূল। তিনি বলেন, ‘♊আরামবাগ লোকসভা কেন্দ্রেও গণনায় কারচুপি করে জিতেছে। ১৬টা ইভিএম আটকে রেখে ২,৫০০ ভোটে জিতেছে।’
সঙ্গে বামপন্থীদের শুভেন্দুর আহ্বান, ‘পুরসভা – পঞ্চায়েত ভোট যদি করাতে চান তাহলে বিজেপিক♒ে ভোট দিন।’
রবিবার অনুষ্ঠিত হয় ২০১৭ সালে প্রকাশিত বিজ্ঞপ্তির 🌠টেট। নির্বাচনের আগে এই পরীক্ষায় বসেছিলেন প্রায় ২.৫ লক্ষ পরীক্ষার্থী। পরীক্ষা শুরু হয় বেলা ১টা থেকে।