এগরার সাহাড়া গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রামে গত মঙ্গলবার অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ১২ জন। ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় গেলে তাঁদের ওপর চড়াও হয় উত্তেজিত গ্রামবাসীরা। এই ঘটনার জেরে গোটা গ্রামজুড়ে শুরু হয়েছে পুলিশের ব্যাপক ধরপাকড়। রাতভর পুলিশি অভিযানে আতংকিত গোটা গ্রাম এখন পুরুষশূন্য। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, ভিডিও ফুটেজ দেখে আসল অভিযোগকারীদের চিহ্নিত না করে গোটা গ্রামজুড়ে আতংক ছড়াচ্ছে তারা। এরই প্রতিবাদে এগরা থানায় গিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।থানায় ঢুকে কর্তব্যরত পুলিশ আধিকারিককে উদ্দেশ করে শুভেন্দুবাবু বলেন, ‘পুলিশের আইসির মদতেই খাদিকুল গ্রামে অবৈধ বাজি কারখানার রমরমা ব্যবসা চলছিল। ঘটনার পর সেই আইসিকে সরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে রাজ্য সরকার গ্রামবাসীদের অভিযোগকে মান্যতা দিয়েছেন। কিন্তু সেই আইসিকে ঘটনার দিন যারা হেনস্থা করেছিল তাঁদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত না করে গোটা এলাকায় ক্রমাগত পুলিশ অভিযান চালাচ্ছে। এর জেরে সন্ত্রস্ত গ্রামবাসী পুরুষ ও মহিলারা গ্রামছাড়া হয়ে গিয়েছেন’।শুভেন্দুবাবুর দাবি, ‘ইতিমধ্যে ৪ নিরপরাধ গ্রামবাসীকে এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে। যারা সেদিন আইসির ওপর হামলায় কোনও ভাবেই জড়িত ছিলেন না। শুভেন্দু জানান, ‘আমি আর দুই থেকে তিনদিন দেখব, তারপরেও পুলিশ সংযত না হলে আমরা এগরা থানা ঘেরাও অভিযানে নামব'। শুভেন্দু হুঁশিয়ারির সুরে জানান, “সেদিন অনেক গুলো জলকামান আনবেন আমাদের ঠেকাতে, তবুও আমাদের রুখতে পারবেন না। এরপর এলাকাবাসীরা প্রয়োজনে নন্দীগ্রাম, খেজুরির কায়দায় আন্দোলনে নামবে। তখন পরিস্থিতি কীভাবে সামলান দেখব’।