বিদ্বেষমূলক ভাষণ দেওয়ার মামলায় শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েও সেই নোটিশ প্রত্যাহার করল নন্দকুমার থানার পুলিশ। আর এই ঘটনায় রাজ্য পুলিশকে ‘অকর্মন্য’ বলে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা।শনিবার টুইট করে শুভেন্দুবাবু দাবি করেন, বিদ্বেষমূলক ভাষণের অভিযোগে তাঁকে তলব করেছিল পুলিশ। কিন্তু হাইকোর্টের রক্ষাকবচ থাকায় তা প্রত্যাহার করে নিয়েছে নন্দকুমার থানা। টুইটারে শুভেন্দু পুলিশের নোটিশ ও তার প্রত্যাহারের নোটিশ প্রকাশ করে লিখেছেন, ‘অযোগ্যতার অর্থ, সফলভাবে কোনওকিছু করার যোগ্যতার অভাব। নন্দকুমার থানা আইনি নোটিশ পাঠিয়েছে। তার পর ভুল বুঝতে পেরে তা বাতিল করেছে। তবে এটা প্রথমবার নয়। গত এপ্রিলেও এরকম ঘটনা টুইট করেছি।’ তিনি আরও লিখেছেন, ‘মেদিনীপুরের পুলিশ সুপার কেন তাঁর কর্মীদের প্রশিক্ষণ দেন না?’ গত ৩০ অক্টোবর জানা যায়, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দকুমার থানায় ঘৃণাভাষণ দেওয়ার অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। সেই অভিযোগের তদন্তে নভেম্বরের প্রথম সপ্তাহে নন্দকুমার থানায় হাজিরা দিতে বলা হয় শুভেন্দুকে। এর পর শুভেন্দুকে দেওয়া হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার দেওয়া রক্ষাকবচের কথা নন্দকুমার থানাকে মনে করান শুভেন্দুর আইনজীবী। তার পরই নোটিশ খারিজ করে চিঠি পাঠায় নন্দকুমার থানা।