বিজেপির নবান্ন অভিযান ঘিরে পুলিশি তৎপরতা তুঙ্গে। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘লেডি কিম’ বলে উদ্বোধন করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘নির্বাচন ছাড়া নবান্ন অভিযানের সময় নবান্নে গিয়ে চেয়ারে বসে পড়বে, বিজেপি একথা একবারও বলেনি। কিন্তু তৃণমূল কংগ্রেস এবং সরকার... বিশেষ করে লেডি কিম... পশ্চিমবঙ্গকে উত্তর কোরিয়াতে পরিণত করেছেন, সেই লেডি কিম... আমাদের বাংলার তথা কথিত কম্পার্টমেন্টার মুখ্যমন্ত্রী ভয় পেয়ে প♛ালালেন। গোটা রাজ্যের যতরকমের পুলিশ আছে, সিভিক পুলিশ, প্রশিক্ষণে থাকা পুলিশ, সবাইকে রাস্তায় নামিয়েছেন।’
রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেন, ‘তিনদিক থেকে তিনটি বড় মিছিল আসবে। তাকে নিরাপদ দূরত্বে আটকে দেওয়া হবে (এটা স্বাভাবিক)। এই আইন অমান্য অভিযান তো এই প্রথম নয়। তৃণমূল বিরোধী দল থাকাকালীনও এ করেছে। কিন্তু এবারে সরকার যা করল, তা অভূতপূর্ব। জিআরপি বা আরপিএফ-এর সঙ্গে কথা না বলে রেল স্টেশনের মধ্যে ঢুকে আজকে কম ক꧒রে ১.৫ লক্ষ লোককে রাস্তায় আটকেছে। বাস, ট্রেকার, ট্রাক যেখানে আছে আটকেছে। যাদের আসার কথা ছিল, তাদের মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশই আসতে পারছেন। যারা আসতে পেরেছেন, তারাও খুব লড়াই করে এসেছেন। আমি বেশ কয়েক জায়গার দৃশ্য দেখছিলাম... বীরভূম, কাঁথি। সেখানে ব্যারিকেড গুঁড়িয়ে দিয়ে এসেছে কর্মীরা। সাঁতরাগাছিতে তো প্রাচীর তৈরি করেছে।’
এর আগে এদিন টুইট করে শুভেন্দু পুলিশি অত্যাচারের অভিযোগ তুলেছিলেন। নন্দীগ্রামের বিধায়ক টুইট করে লেখেন, ‘গ🌞ণতান্ত্রিক ভাবে করা এক রাজনৈতিক কর্মসূচিকে শেষ করে দেওয়ার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে মমতার পুলিশ🎃। সাঁতরাগাছিতে স্টিলের ব্যরিকেড তাঁর উদ্বেগ ও ভীরুতার প্রতীক।’