অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিন নিয়ে ভুয়ো পোস্ট ক⛎রেছিলেন শুভেন্দু অধিকারী। আর তা নিয়ে অভিযোগ জমা পড়েছিল শিশু সুরক্ষা কমিশনে। এই অভিযোগের ভিত্তিতে আজ, শুক্রবার শুভেন্দু অধিক▨ারীকে শোকজ নোটিশ পাঠাল রাজ্য শিশু সুরক্ষা কমিশন। একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ করার। আর বিরোধী দলনেতা যদি তা না শোনেন তাহলে নেওয়া হবে আইনি ব্যবস্থা।
ঠি𓃲ক কী বলা হয়েছে শোকজের চিঠিতে? রাজ্যের বিরোধী দলনেতা শিশু সুরক্ষা কমিশন থেকে যে শোকজ চিঠি পেয়েছেন সেখানে উল্লেখ করা হয়েছে, অবিলম্বে ওই টুইট ডিলিট করতে হবে। এমনকী তিনদিনের মধ্যে চাইতে হবে ক্ষমা। আর শোকজ নোটিশে সাড়া না দিলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনে♏র উপদেষ্টা অনন্যা চক্রবর্তী। শুভেন্দু অধিকারী যখন সব কিছু নিয়ে আদালত দেখাচ্ছেন তখন তাঁকেও আইনের পথই দেখানো হল বলে মনে করা হচ্ছে।
বিষয়টি ঠিক কী ঘটেছিল? দু’দিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিন নিয়ে ভুয়ো টুইট ক꧑রেছিলেন শুভেন্দু অধিকারী। তার জেরে পকসো আইনে এফআইআর করা হয়েছিল🍒 শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আ꧋বার শিশু সুরক্ষা কমিশনেও তাঁর বিরুদ্ধে একඣটি অভিযোগ দায়ের করা হয়। দুটি ক্ষেত্রেই শুভেন্দুর বিরুদ্ধে শিশুর অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। আজ তাই তাঁকে নির্দেশ–সহ শোকজ চিঠি পাঠানো হল।