এখন রাজ্যে একাধিক মামলার তদন্ত করছে ইডি–সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট মন্ত্রী–বিধায়ক–নেতারা। তার মধ্যেই রামনগরের সভা থেকে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নাকি তৃণমূলনেত্রীর ছবি নিয়ে তদন্ত করবে বলে তিনি মন্তব্য করেন। যার পাল্টা হিᩚᩚᩚᩚᩚᩚ❀ᩚᩚᩚ𒀱ᩚᩚᩚসাবে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, কেন্দ্রীয় এজেন্সিগুলি বিজেপির কথায় চলছে।
ঠিক কী বলেছেন বিরোধী দলনেতা? শুভেন্দু অধিকারী ‘ছবি বিক্রি’র প্রসঙ্গ টেনে জানান, ইডি এবারে সেই বিষয়টি সামনে আনবে। তিনি বলেন, ‘ভাইপো আজকাল অনেক কিছু বলছে। বলবো বেশি বাড় বেড়ো না। জানি 🦋অনেক জ্বালা আছে। পার্থ জেলে গিয়েছে, সায়গল দিল্লি গিয়েছে, অনুব্রত তিহাড় যাচ্ছে। এখন তো সংবাদমাধ্যমে যা শুনছি, ইডি নাকি ছবি বিক্রির টাকা নিয়েও টানাটানি শুরু করবে।’ এই মন্তব্য করে তিনি যে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ইঙ্গিত করছেন সেটা স্পষ্ট।
পাল্টা ঠিক কী বলেছেন কুণাল ঘোষ? শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘ উনি যে মামলার কথা বলছেন, সেটা ২০১৩ সালের। ৯ বছর পরে সেই মামলার গতিপ্রকৃতি কী হবে, তা যদি বিজেপির কোনও নেতা বলে 🥂দেন, তা হলে তো কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবেই। তাই আমরা বরাবর কেন্দ্রীয় এজেন্সির তদন্তে নিরপেক্ষতা দাবি করছি। তাছাড়া মামলা নিয়ে কথা ꦿইডি’র পক্ষ থেকে কিছু বলা হয়নি। শুভেন্দু ইডি’র জনসংযোগ আধিকারিক নিযুক্ত হয়েছেন কি না সেটা সরকারিভাবে জানানো হোক।’
উল্লেখ্য, এখন এই মন্তব্য নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সেগুলি হল— এবার কি সারদা তদন্তে নতুন করে তৎপরতা শুরু হ꧅বে? সিবিআইয়ের সঙ্গে সেখা🍬নে যদি ইডি যুক্ত হওয়ার কথা শুভেন্দু আগাম জানলেন কী করে? তাহলে কি এবারে তৃণমূলনেত্রীর দিকেও অভিযোগের আঙুল উঠবে? এই মন্তব্যের প্রেক্ষিতে আরও একটা বিষয় সামনে আসছে, সেটা হল— ডিসেম্বর মাসে যে বড় কিছু ঘটবে সেটার ইঙ্গিত এভেবেই বোধহয় দিয়ে রাখলেন নন্দীগ্রামের বিধায়ক।