পুজোর আগেই প্রকাশিত হবে ২০১৭ সালের প্রাথমিক টেটের পরীক্ষার ফলাফল। যে পরীক্ষা চলতি বছরের জানুয়ারিতে হয়েছিল। মঙ্গলবার এমনটাই জানাল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেইসঙ্গে পর্ষদের তরফে জানানো হয়, আগামী মঙ্গলবার ঘোষণা করা হবে তৃতীয় দফার টে🌺ট পরীক্ষার কাউন্সেলিংয়ের নির্ঘণ্ট। আর ফলাফল প্রকাশের আগে উত্তর (অ্যানসার কি) প্রকাশ করা হবে।
চলতি বছর ৩১ জানুয়ারি রাজ্যজুড়ে নেওয়া হয়ে꧂ছিল ২০১৭ সালের প্রাথমিক টেটের পরীক্ষা। করোনাভাইরাস পরিস্থিতিতে সেই পরীক্ষা দিয়েছিলেন প্রায় ২.৫ লাখ পরীক্ষার্থী। তবে কবে সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে, তা নিয়ে ধন্দ ছিলꦓ। তারইমধ্যে গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুজোর আগেই ১০,৫০০ প্রাথমিক শিক্ষককে নিয়োগ করা হবে। আগামী বছর মার্চের মধ্যে প্রাথমিক স্কুলে আরও ৭,৫০০ শিক্ষক চাকরি পাবেন।
তারপর মঙ্গলবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্♐ষদের তরফে জানানো হয়, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো পুজোর আগেই ২০১৭ সালের প্রাথমিক টেটের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের আগেই পর্ষদের ওয়েবসাইটে -এ প্রকাশিত হবে উত্তর (অ্যানসার কি)। তার আগে আগামী মঙ্গলবার ঘোষণা করা হবে তৃতীয় দফার টেট পরীক্ষার কাউন্সেলিংয়ের নির্ঘণ্ট। যা পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে। সেইসঙ্গে পর্ষদের তরফে বলা হয়, ‘পর্ষদের বিজ্ঞপ্তির উপর ভরসা রাখুন। মেধার ভিত্তিতে যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁরাই নিয়োগপত্র পাবেন।’
গত সপ্তাহে মুখ্যমন্ত্রীও কড়া বার্তা দেন যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনও লবিবাজি চলবে না। তিনি বলেন, ‘তাঁদের (শিক্ষকদের) মেধাই, তাঁদের পরিচয়। এ নিয়ে কারও কাছে লবি করার কোনও প্রয়োজন নেই। তাঁদের মেধাই তাঁদের সবথেকে পরিচয়। যাঁরা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাশ করেছেন, পাওয়ার অধিকা𓆏রী।’