♏ প্রকাশ্য রাস্তায় রক্তাক্ত যুবককে দেখে চাঞ্চল্য ছড়াল হাওড়ার জগাছায়। রবিবার রাতে ওই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে কী ভাবে যুবক আহত হলেন তা এখনও ধোঁয়াশা।
আরও পড়ুন - ඣআবার কি শপথ জটিলতা? স্পিকারকে দায়িত্ব দিতে অনুরোধ করে রাজ্যপালকে চিঠি রাজ্যের
পড়তে থাকুন - ▨২১ জুলাই 'গণতন্ত্র হত্যা দিবস' পালন করবে BJP, ২২ জুলাই CESC অভিযান
ඣ স্থানীয়রা জানিয়েছেন, রবিবার রাতে জগাছার অরবিন্দ রোডে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় যুবককে। প্রাথমিকভাবে যুবককে কেউ গুলি করেছে বলে সন্দেহ করেন স্থানীয়রা। খবর দেন থানায়। থানার আধিকারিকরা এসে দেখেন যুবক জীবিত। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান তাঁরা।
ไ পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম – পরিচয় জানার চেষ্টা চলছে। তবে গুলির কোনও ক্ষত তাঁর দেহে পাওয়া যায়নি। কিন্তু যুবক কী ভাবে আহত হলেন তা স্পষ্ট নয়। তিনি গাড়ির ধাক্কায় আহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। আবার অন্য কোনও মারধর করে মৃত ভেবে কেউ রাস্তায় ফেলে দিয়ে থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে। যুবকের আহত হওয়ার কারণ জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।
আরও পড়ুন - 🌃তৃণমূলকে ভোট না দিলে কেটে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার, হুঁশিয়ারি তৃণমূল নেতার
𒁏 স্থানীয় এক বাসিন্দা জানান। রাতে হঠাৎ খুব কুকুর ডাকছিল। রাস্তায় বেরিয়ে দেখি এক রক্তাক্ত যুবক পড়ে রয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছিল কেউ তাঁকে গুলি করেছে। সঙ্গে সঙ্গে বিষয়টি ফোন করে জগাছা থানায় জানাই। পুলিশকর্মীরা সঙ্গে সঙ্গে এসে যুবককে উদ্ধার করেন। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।