পু💯জোর আমেজ কাটতে না-কাটতেই রাজ্যে বিধানসভা উপ-নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজ্যের যে ৬ কেন্দ্রের বিধায়করা সাংসদ নির্বাচিত হয়েছে সেখানে হবে💧 নির্বাচন। এর মধ্যে রয়েছে মেদিনীপুর কেন্দ্রটিও। আর ভোটগ্রহণের প্রায় পক্ষকাল আগে সেখানে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী। বুধবার মেদিনীপুরের রাস্তায় টহল দিতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে।
এদিন শালবনি থানা, গুড়গুড়িপাল থানা এবং কোতোয়ালি থানার অধীন এলাকাগুলিতে রুট মার্চ ক🌺রেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মেদিনীপুর শহরের উপকণ্ঠে খয়েরুল্লাচক, দেলুয়া, বাঘঘরা এবং শালবনির শালডহরা, দক্ষিণশোল পাশাপাশি মেদিনীপুর সদরের গুড়গুড়িপাল সহ পার্শ্ববর্তী এলাকায় রুট মার্চ করেন কেন্দ্রীয় বꦑাহিনীর জওয়ানরা।
আগামী ১৩ নভেম্বর মেদিনীপুর বিধানসভা উপনির্বাচন🦂ের ভোটগ্রহণ। মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া সাংসদ নির্বাচিত হওয়ায় বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। তার🌸 জেরেই খালি হয়েছে আসনটি। তৃণমূল এখানে প্রার্থী করেছে সুজয় হাজরাকে। বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। পেশায় ব্যবসায়ী সুজয়বাবু প্রথম থেকেই তৃণমূল করেন। বর্তমানে দলের সাংগঠনিক জেলা সভাপতি তিনি। এর আগে কখনও ভোটে লড়েননি।
বিজেপি প্রার্থী শুভাশিস রায়ও গেরুয়া শিবির𝓰ের পুরনো যোদ্ধা। ২০০৪ সাল থেকে﷽ বিদ্যার্থী পরিষদ করেন তিনি। দীর্ঘদিন RSSএর সঙ্গে যুক্ত। জেলার রাজনীতিতে দিলীপ ঘোষের অনুগামী বলে পরিচিত তিনি। প্রার্থী হয়েই গিয়েছিলেন দিলীপ ঘোষের কাছে।
আরজি কর কাণ্ডের পর রাজ্যে প্রথম নির্বাচন ২ পক্ষের কাছেই মর্যাদার লড়াই। এই ভোটে সবকটি কেন্দ্রে জিতে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ 🌠করতে মরিয়া তৃণমূল। উলটো দিকে জনরোষের প্রভাব জনমতে প্রতিফলিত করতে ময়দানে নেমেছে বিজেপিও।