রাজ্যে সিভিক ভলান্টিয়ার নিয়োগের খুঁটিনাটি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে মঙ্গলবারই। আর তার কয়েক ঘণ্টার আগে বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। শুধু তাই নয়, সেকথা কাউকে জানালে নির্যাতিতাকে সপরিবারে খুনের হুমকি দেয় অভিযুক্ত। তার পরও সাহসে ভর করে থানা পর্যন্ত গিয়েছিলেন নির্যাতিতা। অভিযোগ, তাঁর অভিযোগ নেয়নি থানা। এর পর মালদার পুলিশ সুপারের ক♊াছে অভিযোগ দায়ের করেন তিনি।
ঘটনা কালীপুজের রাতের। মালদার হবিবপুর থানার সিভিক ভ♌লান্টিয়ার মনোজ মণ্ডল স্থানীয় এক মহিলার বাড়িতে ঢুকে তাঁকে ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করেন বলে অভিযোগ। নির্যাতিতা জানিয়েছেন, মনোজ আমার বাড়িতে ঢুকে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে স্পর্শ করে। আমি প্রতিবাদ করলে আমাকে ধর্ষণ করে সে। এর পর মুখ না খোলার জন্য হুমকি দিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। কিছুক্ষণ পর রড হাঁসুয়া নিয়ে ফিরে আসে মনোজ। আমাদের বেধড়ক মারধর করতে থাকে। আমার বৃদ্ধ বাবার মাথায় আঘাত করে। তাঁর গলা টিপে ধরে। হাঁসুয়া দেখিয়ে বলে অভিযোগ জানালে কেটে ফেলব।
নির্যাতিতা জানান, ঘটনায় অভিযোগ দ𒉰ায়ের করতে হবিবপুর থানায় গিয়েছিলেন তিনি। কিন্তু থানা তাঁর অভিযোগ গ্রহণ করেননি। এর পর তিনি মালদার পুলিশ সুপারের কাছে অভিযোগপত্র জমা দেন। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, এই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে আগেও অশালীন কাজ🔥ে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। পুলিশে জানিয়েও লাভ꧟ হয়নি। কার্যত থানার মদতেই এলাকায় দাপিয়ে বেড়ায় সে।