পূর্ব মেদিনীপুরে কারা বিজেপি সঙ্গে আঁতাত করে চলছে? দলের সেই সব নেতাদের খ⛎ুঁজে বার করবে💙 তৃণমূল। এমনই জানিয়েছেন তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যারা দুই নৌকায় পা দিয়ে চলছেন তাদের চিহ্নিত করে রাজ্য নেতৃত্বকে জানানো হবে।
আরও পড়ুন - ভোটে🌳 হার, ‘ষড়যন্ত্রে'র গন্ধ’? 🔯প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ
পড়তে থাকুন - জ্যোতিপ্রিয়, জ🎃ীবনের বিধানসভায় পিছিয়ে TMC,🍌 বিপুল ভোটে এগিয়ে থাকল পার্থ, মানিকের এলাকা
তৃণমূলের কাছে এবার পূর্ব ম🌱েদিনীপুর ছিল মর্যাদার লড়াই। জেলার ২টি আসনকেই পাখির চোখ করেছিল দল। তমলুক আসনে প্রার্থী করা হয়ে♑ছিল দলের IT সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে। কাঁথি কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন উত্তম বারিককে। ২টি আসনেই হার হয়েছে তৃণমূলের। তমলুকে কেন্দ্রে প্রায় ৭৮ হাজার ভোটে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে হেরেছেন দেবাংশু। ওদিকে কাঁথিতে প্রায় ৪৭ হাজার ভোটে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর কাছে হেরেছেন উত্তমবাবু।
ভোটে হেরে দেবাংশু বলেন, ‘জেলায় দলের কিছু নেতা শুভেন্দু অধি💫কারীর সঙ্গে সমঝোতা করে চলছেন। সেই জন্যই হার। তাদের চিহ্নিত করেছি। দলের নেতৃত্বক𒐪ে জানাব।’ দেবাংশুর অভিযোগ স্বীকার করে অসিতবাবু বলেন, ‘পূর্ব মেদিনীপুরের ফল হতাশাজনক। এভাবে ২টি আসনেই পরাজয় হবে ভাবিনি। দেবাংশু যা বলেছেন তার সত্যতা রয়ছে। অনেক নেতাই বিজেপির স আমি বিষয়টা নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলব। এই ধরণের নেতাদের চিহ্নিত করে পদক্ষেপ করবে দল।’
আরও পড়ুন - হা🥃রের পর বিস্ꦅফোরক দেবাংশু, দলের নেতাদের বিরুদ্ধেই উগরে দিলেন ক্ষোভ, কী বললেন?
পূর্ব মেদিনীপুরে ২টি আসনেই তৃণমূলের হারের পর থেকেই থমথমে পরিবেশ জেলা তৃণমূলের অন্দরে।ꦑ কার ওপর শাস্তির খাঁড়া পড়ে তাই নিয়ে এখন পরস্পরের মুখ চেয়ে রয়েছেন নেতারা। দলের নেতাদের একাংশের দাবি, শুভেন্দু অধিকারীর সঙ্গে যে দলের অনেক নেতাই যোগাযোগ রেখে চলেন তা সবার জানা। তাও তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে না দল। কেন জানি না।