বাংলা থেকে হাজার হাজার পড়ুয়া ডাক্তারি পড়ার জন্য প্রতিবছরই ইউক্রেনে, চিনে পাড়ি দেন। সেখানেও ডাক্তারি পড়ার খরচ অনেকটাই। কিন্তু এই বাংলায় বেসরকারি কলেজে এমবিবিএস পড়ার খরচ কত? সেটাও একবারে দেখে নেওয়া যাক। স্বাস্থ্য দফতরের মেডিক্যাল শিক্ষা শাখা সূত্রে খবর, বেসরকারি কলেজে🎐 বিশেষ কোটায় এমবিবিএস আসনের সর্বোচ্চ দর উঠেছে প্রায় দেড় কোটির উপর। আর এই তথ্য শুনে অনেকেরই হৃদকম্প বেড়ে যাওয়া কথা। এত বিপুল টাকা খরচ করে ডাক্তার হওয়ার পরে রোগীর প্রতি তাঁর কতটা সহমর্মিতা থাকবে তা নিয়েও প্রশ্ন উঠত শুরু করেছে।
সূত্রের খবর রাজ্যে বর্তমানে প্রস্তাবিত ও নির্মীয়মান মিলিয়ে মেডিক্যাল কলেজের সংখ্যা ৩৩টি। রাজ্য়ে বেসরকারি মেডিক্যাল কলেজ রয়েছে সাতটি। আরও ১০টি বেসরকারি মেডিক্য়াল কলেজ তৈরির বিষয়টি পাইপলাইনে রয়েছে। কিন্তু সেখানকার পড়ার খরচ শুনলে অনেকেই হতবাক হয়ে যাচ্ছেন। সূত্রের খবর, যাদবপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজে স্টেট কোটায় এমবিবিএস পড়ার খরচ সাড়ে ১৪ লক্ষ টাকার মতো। ম্যানেজমেন্ট কোটায় সেই খরচ বেড়ে দাঁড়াচ্ছে ৫৫ লক্ষ টাকা কিছু বেশি। আর এনআরআই কোটায় সেই খরচই হাঁকা হচ্ছে দেড় কোটিরও বেশি। বীরভূমের একটি বেসরকারি মেডিক্যাল কলেজে এনআরআই কোটায় ডাক্তারি পড়া🦹র খরচ প্রায় ৯০ লক্ষ🅺 টাকা। তবে এর মধ্যে হস্টেল, খাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলার খরচ ধরা হয়নি।