কেন্দ্রীয় বাহিনী দাঁড়িযে থেকে তৃণমূলের হয়ে ভোট করিয়েছে। কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপ করছে না। মেদিনীপুর বিধানসভা উপ নির্বাচনের মুখে বিস্ফোরক দাবি করলেন ঘাটালের পরাজিত বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। শনিবার ভোটপ্রচারে বেরিয়ে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় ব্যপক অসন্তোষ প্রকাশ করেন তিনি।এদিন হিরণ বলেন, ‘কেন্দ্রীয় সরকার যদি সুব্যবস্থা নেয় তাহলে আমরা ৬টা আসনের সবকটাতেই জিতব। কিন্তু কেন্দ্রীয় সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। সেই জন্য আজ ভোট হচ্ছে না এখানে। মানুষের ভোট লুঠ করছে তৃণমূল। পুলিশের চাকরি তো কেন্দ্রীয় সরকারি চাকরি। পশ্চিমবঙ্গের পুলিশকে দোষ দিয়ে লাভ নেই।'তিনি আরও বলেন, 'আমার ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থেকে তৃণমূলের ভোট করিয়েছে। সিআরপিএফ, সিআইএসএফ আমাদের ভোট করতে দেয়নি। তখনও আপনি বলবেন পশ্চিমবঙ্গের পুলিশ দায়ী?’বলে রাখি, গত লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্রে তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর বিরুদ্ধে হিরণকে প্রার্থী করেছিল বিজেপি। তীব্র বাগযুদ্ধের পর ফল বেরোলে দেখা যায় সহজ জয় পেয়েছেন দীপকবাবু। ব্যবধান বাড়িয়ে প্রায় ১ লক্ষ ৮৩ হাজার ভোটে জিতেছেন তিনি। ঘাটাল লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র পাঁশকুড়া পশ্চিমে এগিয়ে বিজেপি।