পরপর দুবছর কোভিড বিধির কড়াকড়ির জেরে দক্ষিণেশ্বরে মন্দির প্রাঙ্গনে গিয়ে দেবীর আরাধনা দেখার সুযোগ পাননি অনেকেই। ♓তবে এবার ছবিটা একেবারেই আলাদা। এবার ফের সরাসরি দক্ষিণশ্বের মন্দির প্রাঙ্গনে বসেই দেবী আরাধন🥂া সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা।
সোমবার ভোরেই খুলে দেওয়া হয় মন্দিরের সিংহ দ🧜রজা। এরপর একে একে আসতে শুরু করেন ভক্তরা। দক্ষিণেশ্বরেꦰ গিয়ে দেবী ভবতারিণীকে দর্শন না করলে অনেকেরই কালী পুজোর বৃত্ত সম্পূর্ণ হয় না। এদিন ভোর ভোরই অনেকে মন্দির চত্বরে হাজির হয়ে যান। মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে পবিত্র এই দিন।
অপূর্ব সাজে সাজানো হয়েছে দেবীকে। কথামৃতে ঠিক যেমন দেবীর রূপকে বর্ণনা করা হয়েছে সেই রূপেই সাজানো হয়েছে দেবীকে। বেনারসী শাড়িতে, অলঙ্কারে সেজে উঠেছেন দেবী ভবতারিণী। দেবীর সামনে হাতজোড় করে একে একে দাঁড়াচ্ছেন ভক্তরা। চিরচেনা দক্ষিণেশ্বর মন্দির আজ যেন নতুন সাজে। অপূর্ব আলোর ঝরনা গোটা মন্দির জুড়ে। সন্ধ্যা থেকেই শুরু এই আলোর রোশনাই। সারারাত চলবে পুজো। বৃষ্টিকে উপেক্ষা কর�♈�ে মাতৃ দর্শনে এসেছেন অগণিত ভক্ত।
এবার দক্ষিণেশ্বরে ১৬৮তম পুজো। রাতে যখℱন গঙ্গার বান চলে যাবে তখন চাঁদনি ঘাটে জলের ঘট ভরা হবে। তারপর ওই ঘাটে আর নামতে পারবেন না সাধারণ ভক্তরা। রাত ১০টায় শুরুহবে বিশেষ পুজো। দেবীকে এদিন বিশেষ ভোগ নিবেদন করা হয়। অন্ন, পাঁচ রকমে আনাজ ভাজা, পাঁচ রকম মাছ, ঘি-ভাত, পাঁচ রকমের মিষ্টি ও দই থাকে দেবীর ভোগে।