কালীপুজোর রাতে দিঘা যাওয়ার জন্য তিন বন্ধু বেরিয়ে ছিলেন। কিন্তু সৈকতনগরীতে পܫৌঁছনোর আগেই ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। আর তার জেরে দিঘার কাছেই একসঙ্গে মৃত্যু হয় তিনজন বন্ধুর। মারাত্মক জখম হন গাড়ির চালকও। সোমবার রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে দিঘা নন্দকুমার 🌱১১৬ বি জাতীয় সড়কের উপর রামনগর থানার বালিসাই এলাকায়। আহত গাড়ির চালককে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালের ভর্তি করা হয়েছে।
কী তথ্য পেয়েছে পুলিশ? পুলিশ সূত্রে খবর, তীব্র গতিতে গাড়ি ছুটছিল দিঘার উদ্দেশ্যে। কিন্তু ক🦩িছুক্ষণ পরে তার নিয়ন্ত্রণ হারিয়ে যায়। আর গাড়িটি উলটে যায়। গড়িয়ে নয়নজুলিতে নেমে যায় গাড়িটি। এই গাড়িতে থাকা প্রত্যেকেই কাঁথির বাসিন্দা। মৃতদের নাম কাঞ্চন সাহু, গৌতম দাস এবং সৌরেন প্রধান। গুরুত্বর জখম অবস্থায় গাড়ির চালক রঞ্জন দেবনাথ কাঁথি হাসপাতালে ভর্তি রয়েছেন। খবর পেয়েই কাঁথি হাসপাতালে যান আহত এবং মৃতদের পরিবারের সদস্যরা।
ঠিক কী ঘটেছে নন্দকুমারে? স্থানীয় সূত্রে খবর, কালীপুজোর রাতে গ🔯াড়িতে চেপে করে কাঁথি মাজনা থেকে সৈকতনগরী দিঘার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিন বন্ধু। আর গাড়ির চালক ওই একই জায়গার বাসিন্দা হলেও তাঁদের বন্ধু ছিলেন না। গাড়িটি রা🐻মনগরের বালিসাইয়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। তারপর নয়নজুলিতে নেমে যায়। এই দুর্ঘটনার পরই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। আর রামনগর থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে সবাইকে উদ্ধার করে কাঁথি হাসপাতালে পাঠায়। সেখানেই তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনাগ্রস্ত গাড়িকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।