ক্ষণিকের বৃষ্টি ঝড়-෴বৃষ্টি 🌳গরম থেকে কিছুটা স্বস্তি দিলেও দক্ষিণবঙ্গে প্রাণ হারালেন ৪জন। এদের মধ্যে তারকেশ্বর, গাইঘাটা ও মেমারিতে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। হুগলির পুরশুড়ায় বাকি একজনের প্রাণ গিয়েছে ইকেট্রিকের তার ছিঁড়ে। অন্যদিকে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় একটি শপিং মলে রবিবারে বাজ পড়ে। যদিও এই ঘটনায় কেউ হাতহত হননি।
বাজ পড়ে মৃত্যু
কৃষি জমিতে কাজ করবার স꧋ময় বাজ পড়ে মৃত্যু হল এক কৃষকের। রবিবার সকালে এই ঘটনায় হয় গাইঘাটা থানার বꦛর্ণবেড়িয়া এলাকায়। কৃষকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। মৃত কৃষকের নাম নেপাল হালদার (৩৮) বর্ণবেড়িয়ার বাসিন্দা সে। মৃত কৃষকের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত নেপাল হালদারের দুই ছেলে স্ত্রী ও মা রয়েছেন।
আরও পড়ুন। ভিক্টোরিয়া জুটমিল বন্ধ হয়ে গেল, নিꦚর্বাচনের মুখে বিপদে পড়লেন ২৮০০ শ্রমিক
অন্যদিকে মাঠে গরু আনতে গিয়ে রবিবার সকালে বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম ভীম কর। বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তরগত মেমারি এলাকায়। পরিবার সূত্রে খবর,ঝড়-বৃষ্টি এলে সকালে মাঠে গুরু আনতে যাওয়ার সময় মেমারির সূর্যপুর মাঠে এই ঘটনা হয়। তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ♏আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
বিদ্যুতের তার ছিঁড়ে মৃত্যু
ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে গায়ে পড়ে পুরশুড়ায় মৃত্যু হয়েছে এক জনের। পুরশুড়ার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বলরামপুꦦর গ্রামে ঝড়বৃষ্টির সময় বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়ে আনন্দ পাড়ুই নামে এক ব্যক্তির। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় আহত হন আরও দু’জন। বিদ্যুৎ দফতরের গাফিলতির অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। তাঁরা মৃত ব্য൲ক্তির পরিবারের জন্য আর্থিক সহায়তা দাবি করেন। পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বাসিন্দারা।
আরও পড়ুন। ঢাক বাজাতে গিয়ে নদিয়ায় মৃত্যু যুবকের, প൲োস্ট করা হল নাℱ শেষ রেকর্ডেড ভিডিয়ো
শপিং মলে পড়ল বাজ
রবিবার বেলার দিকে ধর্মতলায় এক বহুতল শপিং꧑ মল, মাল্টিপ্লেক্সের বিল্ডিংয়ে বাজ পড়ল। বাজের আঘাতে ভেঙে পড়ে বহুতলের পিলার। পাথর ছিটকে রাস্তায় গিয়ে পড়ে। তবে রবিবার, ছুটির দিন হওয়ায় রাস্তায় খুব বেশি মানুষজন সেখানে ছিলেন না। তাই বড়সড় কোনও ক্ষতি হয়নি। ব্যস্ততম দিনে এই ঘটনা হলে বড় বিপদ হতো পারত বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন। ইউটিউব চ্যানে🧸ল থেকে পয়সা কামাতে পরীক্ষার আগেই প্রশ্নপত্র আপলোড, গ্রেফতার শিক্ষক