পুজো-আচ্চার সময় অনেকেই🍎 ✅ঢাকি না হওয়া সত্বেও ভালোবেসে ঢাক, ঢোল বাজান। এদিন তেমন ভাবেই বারুণী তিথি উপলক্ষ্যে নদিয়ার শান্তিপুরের বটতলায় গঙ্গা স্নানের জন্য জড়ো হয়েছিলেন অনেকে। এসেছিলেন বহু সাধু সন্ন্যাসী। সেখানেই আরও অনেকের সঙ্গে এসেছিলেন শান্তিপুরের বাসিন্দা অনুপ মাহাতো। তিনি গঙ্গার পাড়ে দাঁড়িয়েই মনের আনন্দে ঢাক বাজাচ্ছিলেন, তখনই আচমকা মাটিতে লুটিয়ে পড়েন। মৃত্যু হয় সেই যুবকের।
ঢাক বাজাতে গিয়ে মৃত্যু যুবকের
অনুপ মাহাতো পেশায় ঢাকি নন। কিন্তু বারুণী তিথি উপলক্ষ্যে তিনি মনের আনন্দে কাঁধে ঢাক নিয়ে বাজাচ্ছিলেন। এক ঢাকির থেকে তিনি ঢাক নিয়ে বাজাতে শুরু করেছিলেন। এক বন্ধুকে বলেছিলেন তাঁর সেই ঢাক বাজানোর মুহূর্তের ভিডিয়ো বানিয়ে দিতে। তিনি চেয়েছিলেন সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন।🧜 কিন্তু তাঁর সেই আশা পূর্ণ হল না। মনের আনন্দে বিভিন্ন কায়দায় পাগলের মতো ঢাক বাজাতে গিয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর বন্ধুরা ছুটে এসে তাঁর মাথায় জল ঢেলে জ্ঞান ফেরানোর। নিয়ে যাওয়া হয় শান্তিপুর হাসপাতালেও। কিন্তু দ্রুত সেই হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয় না। চিকিৎসকরা জানিয়ে দেন অনুপ মারা গিয়েছেন। তাঁর বয়স ছিল ৩০।
আরও পড়ুন: 'এতে ভুল কী আছে? স্রেফ সময় নষ্ট' নেপোটিজম বিতর্কে নাম না করেই করণের পাশে রোহিত! ব🍒ললেন বিতর্কটাই 'অনর🅘্থক'
প্রসঙ্গত মাত্র ৩ মিনিট ৪৪ সেকেন্ডের এই ঢাক বাজানোর ভিডিয়ো বানানোর সময়ই তাঁর মৃত্যু হয়। কিন্তু এত অল্প সময়ে কী হল যে এমন পরিণতি হল অনুপের 🍃সেটা স্পষ্ট নয়।
অনুপ পেশায় তাঁতশ🐟্রমিক। তিনি বিবাহিতও। বারো বছর আগে তিনি বিয়ে করেছিলেন। বর্তমানে তাঁর সংসারে তাঁর স্ত্রী এবং দুটো সন্তান আছে। তাঁর কোনও অসুস্থতা ছিল না। কিন্তু আনন্দ করতে গিয়ে কেন তাঁর মৃত্যু হল সেটাই স্পষ্ট নয়।