পশ্চিমবঙ্গে ৬ বিধানসভা উনির্বাচনে ভোটগণনা চলছে শনিবার সকাল থেকে। ৬টি আসনের মধ্যে একমাত্র মাদারিহাট আসনটি ছিল বিজেপির দখলে। কিন্তু ভোটগণনা এগোতে সেখানেও বিশাল ব্যবধানে এগিয়ে গিয়েছে তৃণমূল। আর পরাজয় যখন অবধারিত তখন সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন স্থানীয় সাংসদ তথা ওই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মনোজ টিগ্গা। তাঁর দাবি, পুলিশ, প্রশাꦬসন ও তৃণমূলের ত্রিফলার সামনে একা লড়তে হ💟য়েছে বিজেপিকে।
আরও পড়ুন - ‘যে IPSরা তৃণমূলের হয়ে ইলেক্🔜টোরাল বন্ডে টাকা ত🌃ুলেছেন তাদের নাম বলুন’
পড়তে থাকুন - জনসংখ্যা প্রায় ২ লক্ষ, জলাজমি ভরিয়ে গজিয়ে❀ ওঠা গুলশন কলোনিতে ভোটার মেরেকেট꧑ে ২,৮০০
শনিবার ভোটগণনা শুরু হতেই মাদারিহাটে এগিয়ে যেতে থাকেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পো। বেলা ১১টা নাগাদ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মনোজ টিগ্গা বꦑলেন, ‘একদিকে বিজেপি, অন্যদিকে গোটা প্রশাসন, তৃণমূল মিলে মিশে কাজ করেছে। যে ভাবে টাকা দিয়ে, মদ খাইয়ে ভোটারদের প্রভাবিত করেছে। আমরা ওই পথে হাঁটতে চাই না। আমরা সাধারণ মানুষের কাছে আবেদন জানাতে চাই। পুলিশ প্রশাসন, তৃণমূল সবাই মিলে এই লড়াইটা লড়েছে এবং বিজেপি একা লড়াই করেছে। আমরা এই হার থেকে শিক্ꦦষা নেব।’ যদিও তখনও ভোট গণনার অনেকটাই বাকি।
বিধানসভা উপ নির্বাচনে মাদারিহাট কেন্দ𒊎্রটি ধরে রাখা বড় চ্যালেঞ্জ ছিল বিজেপির কাছে। তবে সেখানে♑ও বাজিমাত করল তৃণমূল। আর জয় নিশ্চিত হতেই রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবরাইককে ফোন করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন - কল্যাণের দাবি মন꧋্দারমণির হোটেল তৈরি হয়েছে ২০০৯ পর্যন্ত, উপগ্রহ ছবি বলছে অন্য কথা
বলে রাখি, মাদারিহাটে ভোটগ্রহণের দিন আক্রান্ত 🍷হয়েছিলেন বিজেপি প্রার্থী 🍸রাহুল লোহার। ভাঙচুর হয়েছিল তাঁর গাড়ি।