আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন সমাজের সর্বস্তরের মানুষ। চিকিৎসক ছাড়াও বিভিন্ন পেশার মানুষরা রাস্তা নেমে মিছিল করেছেন। পিছিয়ে নেই খুদেরাও। এরই মধ্যে বহু স্কুল থেকেও মিছিল করা হয়েছে এই ইস্যুতে। তবে এমনই এক মিছিলে নাকি বলপ্রয়োগ করে তা থামানোর চেষ্টা করে স্থানীয় তৃণমূল নেতা। সেই ঘটনার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। রিপোর্ট অনুযায়ী, আরজি করের দোষীদের শাস্তির দাবিতে মিছিলে নেমেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরের গোমুন্ডা সুবার্বন হাইস্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। সেখানে তারপর পথ অবরোধ করেন প্রতিবাদীরা। আর তখনই নাকি প্রতিাদীদের ওপর চড়াও হয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছিল গত ১৭ তারিখ। ঘটনাটির ভিডিয়ো ভাইরাল হলেই উঠেছে বিতর্কের ঝড়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। (আরও পড়ুন: আরজি কর🦂 ইস্যুতে ২ স্কুলের মিছিলে 'না' পুলিশে⛦র, চিঠি সুপ্রিম ও হাই কোর্টে)