🐲 চতুর্থীর রাতে একটি এনজিও সংস্থার অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এনজিও সংস্থার অফিসটি একটি ক্লাবের বিল্ডিংয়ে অবস্থিত। অফিস ভাঙচুরের পাশাপাশি ক্লাবও ভাঙচুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে বর্ধমান পুরসভার এক নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর মাঠে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল ছড়ায়। যদিও কাউন্সিলর সুমিত শর্মা এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।
𓂃সংবর্ধনা অনুষ্ঠানে নাম না থাকা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তপ্ত অন্ডাল
ꦐঅভিযোগ, চতুর্থীর রাতে কিছু লোকজন এসে ক্লাব এবং এনজিও অফিসে ভাঙচুর চালায়। পাশাপাশি এনজিওর কর্মীদেরও মারধর করে এনজিওর কর্মীদের, দাবি এদিন তাদের পক্ষ থেকে ক্লাবে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবির চলাকালীন কাউন্সিলরের নেতৃত্বে কিছু লোক এসে তাদের উপর হামলা চালায়। ঘটনায় বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। এর পাশাপাশি মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ।
꧃সংস্থার পক্ষ থেকে অভিযোগ, এর আগেও তাদের হুমকি দেওয়া হয়েছে। আর এদিন তাদের বাঁশ, লাঠি দিয়ে হামলা চালানো হয়। ওই এনজিও সংস্থার নাম ইন্ডিয়ান বয়েজ গ্রুপ। তাদের দাবি, তারা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। কিন্তু, স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব তাদের দলের সঙ্গে যুক্ত করতে চাইছে। তা অস্বীকার করার জন্যই তাদের উপর হামলা চালানো হয়েছে।
📖এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর সুমিত শর্মা। তিনি বলেন, ‘পুজোর পরিবেশ নষ্ট হোক সেটা আমরা কোনওভাবেই চাই না। ওরা নিজেদের মধ্যেই মারপিট করেছে। আমার সঙ্গে এই ঘটনায় কোনও যোগ নেই। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’