গ্রামের বাড়িতে ফিরেছেন তৃণমূল কংগ্রেস নেতা ছত্রধর মাহাতো। এনআইএ মামলা থেকে অব্যাহতি পেয়ে রবিবার বাড়ি ফিরেছেন ছত্রধর মাহাতো। আগামী রবিবার আমলিয়া গ্রামের বাড়িতে ফিরছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সম্পাদক তথা একদা জনগণের কমিটির নেতা ছত্রধর মাহাতো। এবার তাঁর ফিরে আসাকে স্মরণীয় করে রাখতে বিশাল মোটরবাইক🍷 মিছিলের আয়োজন করা হয়েছে। আর তার সঙ্গে থাকছে হুডখোলা গাড়ি। ছত্রধর মাহাতো এখন থেকে প্রস্তুতি নেবেন সংগঠন সাজাতে। কারণ ২০২৬ সালে বিধানসভা নির্বাচন রয়েছে বাংলায়।
জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেস শক্তিশালী সংগঠন গড়ে তুলছে। সেটাকে আরও শক্ত ভিতের উপর দাঁড় করাতে চায়। সেখানে ছত্রধর মাহাতোর জেলায় ফিরে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন ছত্রধর মাহাতো অবশ্য বলেন, ‘আমি চক্রান্তের শিকার হয়েছিলাম।’ গত মঙ্গলবার এনআইএ মামলা থেকে অব্যাহতি দিয়েছে বিশেষ আদালত। বামফ্রন্ট সরকার যখন বাংলায় ছিল তখন তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগ ওঠে। আর ছত্রধরকে গ্রেফতার করে এনআইএ। ছত্রধর মাহাতোর বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০০৯ সালে ঝাড়গ্রামে💫র সরডিহায় রাজধানী এক্সপ্রেস আট♌কের ঘটনা ঘটেছিল। এই অভিযোগ তুলে ২০২১ সালে তাঁকে গ্রেফতার করে এনআইএ।
আরও পড়ুন: নরওয়ে সফরে যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, এত বড় সুযোগ কেন হাতছাড়া করছেন?
তখন ছত্রধর মাহাতোর বিরুদ্ধে ইউএপিএ মামলা দেওয়া হয়। যার সাজার মেয়াদ কমিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। তখন ২০২০ সালে লালগড়ের বাড়িতে ফিরে আসেন ছত্রধর। তবে বেশি সময় বাড়িতে থাকতে তিনি পারেননি। কারণ ২০২১ সালে তাঁকে আবার গ্রেফতার করা হয়। তখন অবশ্য তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদকের পদে ছিলেন ছত্রধর মাহাতো। এমনকী একুশের বিধানসভ♉া নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে জায়গা পান ছত্রধর। মুখ্যমন্ত্রীর পাশের আসন আলো করে বসেছিলেন। আর একুশের নির্বাচন মিটতেই ছত্রধর মাহাতোকে তড়িঘড়ি গ্রেফতার করা হয়।