সরকারি আবাস প্রকল্পের টাকা থেকে কাটমানি নিয়েছেন দলের ব্লক স🧸ভাপতি। প্রকাশ্যে এই অভিযোগ তুলে বিপাকে পড়েছেন বীরভূমের তৃণমূলের এক বুথ সভাপতি। অভিযোগ প্রত্যাহার করতে তাঁকে ধমকাচ্ছেন মুরারই ১ নম্বর ব্লক সভাপতি বিনয় ঘোষ। তবে নিজের অবস্থান থেকে নড়বেন না বলে জানিয়েছেন রাজগ্রাম🌼 পূর্বপাড়ার তৃণমূলের বুথ সভাপতি অচিন্ত্য ঘোষ।
তাঁর অভিযোগ, সম্প্রতি লাইলা বিবি নামে স্থানীয় এক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা আসে। তার মধ্যে ১৮ হাজার টাকা কাটমানি নেন বিনয়বাবু। সেই টাকা ফিরিয়ে দেওয়ার দাবিতে দলের একাধিক নেতাকে অনুরোধ করেন অচিন্ত্যবাবু। এতেই পালটা তাঁকে হুমকি দিতে শুরু করেন বিনয়। তেমনই একটি ফোনকলের রেকর্ডিং প্রকাশ্যে এসেছে। যাতে বিনয়বাবু বলছেন, ‘কে꧑ষ্টদার নির্দেশে এখুনি সংবাদমাধ্যমকে তোমায় বলতে হবে, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে।’
অড🥀িয়ো ক্লিপের সত্যতা স্বীকার করে নিয়েছেন বিনয় ঘোষ। তিনি বলেন, ‘আমি বলতে চেয়েছি। কাটম꧙ানি নিলে ফেরত দিতে হবে। সেটাকেই বিকৃত করা হয়েছে।’