রাজ্যজুড়ে জমি দখলের অভিযোগ কানে আসতেই নবান্নের বৈঠকে একাংশ সরকারি অফিসারদের ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ সরাসরি দলের নেতা–কর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন। এবারের লোকসভা নির্বাচন ঘাসফুল ফুটেছে কোচবিহারে। আর এই জয়ের ধারা অব্যহত ൩রাখতে এখন থেকেই কড়া হাতে সব কন্ট্রোল করতে চান উদয়ন গুহ। কারণ আগামী ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে একইরকম সাফল্য ধরে রাখতে এবার কড়া হুঁশিয়ারি দিলেন দিনহাটার বিধায়ক।
এদিকে মুখ্যমন্ত্রীর সুরেই দলের নেতা–কর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। যা নিয়ে জেলার রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশ বর্মা বসুনিয়াকে সংবর্ধনা জানাতে শুক্রবার দিনহাটা নৃ🐷পেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে অনুষ্ঠানেꦜর আয়োজন করা হয়। সেখানেই কড়া হুঁশিয়ারি দিয়ে উদয়ন গুহ বলেন, ‘কোথাও যদি শুনি কারও দোকান বন্ধ করে হুমকি দিয়ে টাকা তুলে মদ–মাংস খাওয়া হচ্ছে, তাহলে তার দল করার প্রয়োজন নেই। লোকেদের থেকে টাকা নেবেন, মদ–মাংস খাবেন আর ভুক্তভুগী হবে দল? আপনার দুর্নাম পোহাতে হবে দলকে ও নেতৃত্বকে? এসব করলে তাঁর দল করার দরকার নেই।’
আরও পড়ুন: শ্মꦜশানঘাটে মায়ের মৃতদেহের সামনে মালাবদল করে বিয়ে করলেন মেয়ে, ইচ্ছেপূরণ বর্ধমানে
অন্যদিকে কোচবিহারে দিনহাটার বিধা🔜য়ক উদয়ন তাঁর বিধানসভা এলাকায় কোচবিহারের নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা দেন। এই অনুষ্ঠানে মন্ত্রীর বক্তব্য, ‘বেশ কিছু অভিযোগ আসছে। দোকান বন্ধ করে দিয়ে টাকা তুলে মদ–মাংস খাওয়া হচ্ছে। যদি কেউ এরকম করেন তাহলে তার দল করার প্রয়োজন নেই। টাকা নেবেন আপনারা, মদ খাবেন আপনারা, আর দুর্নাম হবে দলের। এটা চলতে পারে না।’ আর দলের অঞ্চল সভাপতিদের উদ্দেশে উদয়নের কড়া বার্তা, ‘ভোট মিটতেই হঠাৎ করে কাউকে বিজেপি বানিয়ে তাঁকে আক্রমণ করা হচ্ছে। বলা হচ্ছে, ও বিজেপিকে ভোট দিয়ে🌌ছে। এগুলি যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে।’
এছাড়া লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর কোচবিহারে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য💃ায়। বিজেপির রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। দু’জনের মধ্যে বৈঠকও হয়। অনন্ত মহারাজ বলেন, ‘আমি কোনও রাজনৈতিক দলে নই। কারও সঙ্গে যোগাযোগ করিনি। মুখ্যমন্ত্রী সৌজন্যমূলকভাবে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। রাজনীতির কোনও আলোচনা হয়নি।’ কিন্তু কেন এমন কড়া বার্তা মন্ত্রীর? এই বিষয়ে উদয়ন গুহর ব্যাখ্যা, ‘নানা জায়গায় হচ্ছে। এখানে যাতে না হয়, তার জন্যই এই সতর্কবার্তা। মনে রাখবেন, আমরা মেরে কাউকে হাসপাতালে পাঠাইনি। তবে এখানে এমন পরিস্থিতি কেউ করলে তাঁর এমন করব যে তিনি রাজনীতি করার মানুষ পাবেন না।’