কোচবিহারের মাথাভাঙায় সম্প্রতি সভা করতে আসার কথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাই সেই সভার উদ্দেশে প্রচার করতে নেমেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। আর সেইসব সভা থেকে বিস্ফোরক মন্তব্য করে চলেছেন দিনহাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক। আর তাতে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে তেতে উঠেছে রাজ্য–রাজনীত🎉ি।
একদিকে একশো দিনের টাকা না দেওয়ায় তিনি মন্তব্য করেছিলেন, এটা কি আপনাদের বাপের টাকা। ঠিক তার পরদিনই দিনহাটার সভা থেকে আবার বিস্ফোরক মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বিশ্বভারতীয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে সরাসরি আক্রমণ করেছেন তিনি। আর নাম না করে আক্রমণ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ও আইনজীবীদের একাংশকে। দিনহাটা রংপুর রোডে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিশ্বভারতী উপাচার্যকে কটাক্ষ করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, ‘যে সরকার দিনরাত এক করে সাধারণ মানুষকে পরিষেবার দেওয়ার চেষ্টা করছে, তাঁকে ফ💮েলে দেওয়ার চেষ্টা করছে। বিশ্বভারতীর উপাচার্য, একজন বিচারপতি ও কয়েকজন আইনজীবী মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফেলে দেওয়ার চক্র🔯ান্ত করছেন।’
অন্যদিকে উদয়নের এ💖ই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কারণ নাম না করলেও কে এই বিচারপতি তা সবাই বুঝতে পারছেন। ফলে তাঁর বিরুদ্ধে মামলা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বঙ্গ–বিজেপি, গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এদিন ছিলেন উদয়ন গু🍎হর নিশানায়। সমালোচনা করেন বাম নেতাদেরও। রংপুর রোডে শহীদ স্মরণ সভা এমন সব মন্তব্য করেছেন তিনি। ২০০৮ সালে ৫ ফেব্রুয়ারি ফরওয়ার্ড ব্লকের আইন অমান্য🐲 আন্দোলন চলাকালীন পুলিশের গুলি চলে। পাঁচ ফরওয়ার্ড ব্লক কর্মীর মৃত্যু হয়। তখন উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লকে ছিলেন। তার পরের বছর থেকেই ৫ ফেব্রুয়🌳ারি দিনটি স্মরণ করা হয়। সেখানেই প্রধান বক্তা ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।