ইদানিং রাজ্যের নানা প্রান্তে বোমা মিলেছে। সামনে পঞ্চায়েত নির্বাচন। তাই একটা আতঙ্ক তৈরি হয়েছে। তার মধ্যে এগরা থেকে ভাঙড়—বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাতে সৌগত রায় থেকে অর্জুন সিং গরমে বোমা ফেটে যাওয়ার 🎐তত্ত্ব সামনে নিয়ে এসেছেন। যার প্রবল বিরোধিতা করেছে বিরোধী দলগুলির নেতারা। এই আবহে এবার নতুন তত্ত্ব রাজ্য–রাজনীতিতে নিয়ে এলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। এমনকী দিলেন বোমা উদ্ধার নিয়ে তাঁর নিজস্ব প্রতিক্রিয়া।
ঠিক কী বলেছেন মদন? এদিকে সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে রাজ্যে লাগাতার বোমা উদ্ধার হচ্ছে। গরমেই কি বোমা ফেটে যাচ্ছে? কামারহাটির বিধায়ক এই প্রশ্ন শুনে নাম না করে বলেন, ‘২৯৪টি বিধানসভা সিট। এক লক্ষের উপর পঞ্চায়েত। তাতে দু’চারটে পটকা বাজি ফাটবে না, কালীপুজো হবে? এমনটা হয় নাকি।’🙈 মদন মিত্রের এই নয়া তত্ত্ব এবং মন্তব্যে এখন জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। কারণ নির্বাচন একটা উৎসব। সেখানে পটকা ফাটবে এটাই স্বাভাবিক। সেটা না হলে চলে নাকি। এমনটাই বোঝাতে চেয়েছেন তিনি।
আর কী জানা যাচ্ছে? অন্যদিকে দু’দিন আগে বনগাঁয় বোমা ফেটে মৃত্যু হয় ১২ বছরের এক বালকের। বোমাটি শৌচালয়ে রাখা ছিল। আর সেখানে পা রাখতেই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। রক্তাক্ত হয়ে পড়ে ওই বালক। তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনায়𒊎 ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। পঞ্চায়েত নির্বাচনের আগেই যদি এভাবে বোমা বিস্ফ🐻োরণ হতে থাকে, তাহলে নির্বাচনের সময় কী হবে? উঠছে প্রশ্ন।
কে, কি ঠিক বলেছ𝓡েন? এই বোমা বিস্ফোরণ নিয়ে বিরোধীরা যখন সুর চড়াচ্ছেন তখন একের পর এ☂ক তত্ত্ব সামনে আসছে। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অর্জুন সিং বলেন, ‘এত রোদ উঠছে তাই কারণে বোমা ফাটছে। পুলিশ সক্রিয় তাই বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার করছে। সিপিএমের জমানায় বোমা ছিল। পুলিশ যত সক্রিয় হবে তত তাড়াতাড়ি বোমা উদ্ধার হবে আর অপরাধীরা জেলে যাবে। আর বোমা হল সব থেকে সস্তার অস্ত্র।’ আর তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, ‘তীব্র গরম পড়েছে। এই গরমে পটাশিয়াম ক্লোরেট ও আর্সেনিক ট্রাইসালফাইড বাইরে রাখলে তা বিস্ফোরণ হতেই পারে।’