পঞ্চায়েত নির্বাচনের আগে বলেছিলেন, খেলা হবে ২০২৬ সালে। কিন্তু পঞ্চায়েত নির্বাচন শেষ হয়ে তার ফলাফল বেরিয়ে আসার পর কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। তাও আবার নিজের দলের নেতা–কর্মীদের থেকে শুরু করে কাউন্সিলরদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। হ্যাঁ, তিনি কামারহাটির বিধায়ক মদন মিত্র। আর এই হুঁশিয়ারি প্রকাশ্যে আসায় আলোড়ন পড়ে গিয়েছে। এমন কি ঘটল🃏 যে খোদ বিধায়ককে দলীয় নেতা– কর্মীদের হুঁশিয়ারি দিতে হল।🎐 এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।
আর দু’দিন পর তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট শহিদ দিবস। ধর্মতলার বুকে যা পালন করা হবে। তা নিয়ে রাজ্যের সর্বত্র প্রস্তুতি সভা চলছে। তাই কামারহাটি এলাকাতেও একুশে জুলাইয়ের দলীয় সভা করা হয়। সেখানে দলের নেতা এবং কাউন্সিলরদের কড়া ভাষায় হুঁশিয়ারি দেন বিধায়ক মদন মিত্র। বিধায়ক মদন মিত্র হুঁশিয়ারি, ‘এলাকায় অনেকে কাজ করতে অসুবিধা করছে। আমরা এমন অসুবিধা করব যে পায়ে কেঁদে পড়া ছাড়া উপায় থাকবে না। আমি কিন্তু সাবধান করে দিলাম। কে কার সঙ্গে আছে। কার কত বড় জ্যাক, আমি জানতে চাই না। প্রকৃত তৃণমূল কর্মীদের যারা চেপে দেওয়ার চেষ্টা করবেন 𝕴এবং মানুষের কাজে বাধা ও বেআইনি নির্মাণে মদত দেবেন। তারা সাবধান। আমরা কিন্তু তাদের পর্যবেক্ষণে রেখেছি’।
এদিকে মদন মিত্রের এই হুঁশিয়ারির পর দলের নেতা–কর্মীদের থেকে শুরু করে এলাকার কাউন্সিলরদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গিয়েছে। কার ঘাড়ে কোপ পড়বে কেউ বুঝতে পারছেন না। কোন ঘটনার প্রেক্ষিতে এমন হুঁশিয়ারি তাও অনেকে বুঝতে পারছেন না। কয়েকদিন আগে পুলিশের কাজ নিয়ে সমালোচনা করেছিলেন মদন মিত্র। এমনকী পঞ্চায়েꦺত নির্বাচনের প্রাক্কালে ব্যালট বাক্স লুট করলে বিরোধীদের হাত কেটে নেওয়ার নিদান দিয়েছিলেন। সেখানে এবার নিজের দলের নেতা–কর্মীদের এমন হুঁশিয়ারি গোষ্ঠীদ্বন্দ্বের ফসল বলে মনে করছেন অনেকে।
আরও পড়ুন: ‘অটিজম’ যুবককে মারধর করার অভিযোগে আটক তিন, কড়া ন🀅ির্দেশ দিল আদালত
আর কী বলেছেন তৃণমূল বিধায়ক? কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়কের কানে অনেক নালিশ এসেছে। তাতে দেখা যাচ্ছে তৃণমূলের পুরনো নেতারা নব্যদের দাপটে সাইড হয়ে যাচ্ছে। ফলে এলাকার কাজ তাতে বিঘ্নিত হচ্ছে। এইসব শুনে মদন মিত্র হুঁশিয়ারি দেন, ‘পদ আজকে আছে কালকে কাঁচি দিয়ে কেটে দিতে দু’মিনিট সময় লাগবে না। এলাকায় কোনও গুলি–গোলা বরদাস্ত করা হবে না। এলাকার মানুষদের নিয়ে পার্টি করতে হবে’। কামারহাটির দলীয় নেত💛া–কর্মী থেকে শুরু করে এলাকার কাউন্সিলারদের উদ্দেশে এই কড়া হুঁশিয়ারি দিলেন কালারফুল নেতা।