নিয়োগ দুর্নীতিতে নিজের পুরনো দল সিপিএমಞকে নিশানা করলেন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। শুক্রবার রাজাহাটের একটি অনুষ্ঠানে তিনি দাবি করেন, তিনি নিজেই অনেক সিপিএম নেতাকে চাকরি দিয়েছেন। ভাইরাল হয়েছে তাঁর এই মন্তব্যের ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্থান টাইমস বাংলা।
এবিপি আনন্দে প্রকাশিত খবর অনুযায়ী জনসভায় তাপস চট্টোপাধ্যায় বলেন,'যখন সিপিএম করতাম, তখন দলের কত নেতাদের চাকরি দিয়েছি তার ঠিক নেই। অথচ মমতা বন্দ্যোাধ্যায় চাকরি দিলেই অন্যায়।' এর আগে 'চিরকূটে চাকরি'র প্রসঙ্গ তোলেন রাজারহাট-নিউটাইনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। সেই সময় তিনি দাবি করেন, নাম ধরে বলে দিতে পারবেন কাদের চাকরি হয়েছে। সেই চিরকূট প্রসঙ্গ নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নির্দেশ দেন 'চিরকূটে চাকরি' হয়েছে যাঁদের তাঁদের তালিকা তৈরি ক🧸রতে।
(পড়তে পারেন। মমতার প্রস্তাব মেনে পাটনায় বিরোধী জোট ꦚবৈঠক, থা⛦কতে পারে সিপিএমও)
২০১৬-র বিধানসভা নির্বাচনের আগে তিন💎ি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন। বাম জমানায় রাজারহাট গোপালপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন তাপস চট্টোপাধ্যায়। সেবার তিনি তৃণমূলের টিকিটে প্রথম বিধায়ক হন।
মাসখানেক আগে বাম শরিক ফরওয়ার্ড ব্লক থেকে আসা বর্তমানে তৃণমূল সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বাম আমলের দুর্নীতি নিয়ে সরব হন। সেই দুর্নীতির মাত্রা বোঝাতে তিনি তাঁর বাবা প্রয়াত ক🔥মল গুহকেও কাঠগড়ায় তোলেন তি🦩নি। আবার বিতর্ক উস্কে দিলেন তাপস চট্টোপাধ্যায়।
রাজনৈতিক ♌মহলের ব্যাখ্যা, বাম জমানার দুর্নীতি নিয়ে বলতে গিয়ে, তাপস বা উদয়ন দু্'জনেই꧃ আকাশে থুতু ছুড়ছেন।
(পড়তে পারেন। মুখে কালো মাস্ক, ভোরেই হাজিরা দিতে আসান𝓡সোল আদা😼লতে লতিফ, তবে হল না শুনানি)