তৃণমূলে নব জোয়ার কর্মসূচি শেষ হয়েছে। এবার নতুন কর্মসূচি ‘নিঃশব্দ বিপ্লব’। এটা একদিকে কর্মসূচি অন্যদিকে বই। এই বইটি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বইটি মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই হল নয়া কর্মসূচি। এই বই আগে পাবেন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের বাসিন্দারা। তারপর রাজ্যের অন্যান্য প্রান্তের মানুষের কাছেও পৌঁছে যাবে। আজ, রবিবার ফলতায় নিজের সংসদীয় এলাকার কাজের খতিয়াꦦন বইয়ের মাধ্যমে প্রকাশ করলেন তিনি। আর কাজের ﷽নিরিখে মোদী–শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হওয়ার পরে গত ৯ বছরে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে যা কাজ করেছেন এবার তা জনসমক্ষে তুলে ধরেছেন। এখানের মানুষজন উপকৃত হয়েছেন অভিষেকের উন্নয়নের কাজে। কিন্তু একটা লোকসভা কেন্দ্রে এত কাজ যে হয়েছে সেটা তো রাজ্য তথা গোটা দেশ জানে না। এবার সেটা জানাতেই এমন উদ্যোগ নেওয়া হল। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে যে পরিমাণ উন্নয়নের কাজ হয়েছে সেটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের লোকসভা কেন্দ্রে হয়নি বলেই তাঁর দাবি। আজ, রবিবার ফলতায় নিজের সংসদীয় এলাকার ক♋াজের খতিয়ান প্রকাশ করে এই ভাষাতেই চ্যালেঞ্জ জানালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিকে ২০১৪ সালে সাংসদ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং তাঁর কাজের নয় বছর কেটে গিয়েছে। ২০২৪ সালে আবার হবে লোকসভা নির্বাচন। সুতরাং একবছর বাকি থাকতেই কাজের খতিয়ান তুলে ধরতে নেমে পড়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ। আর এই ৯ বছরে নিঃশব্দে কাজ করে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই বইয়ের নাম রাখা হয়েছে নিঃশব্দ বিপ্লব। তবে এই বই যখন তিনি প্রকাশ করলেন তখন রাজ্যে প🌺ঞ্চায়েত নির্বাচনের দামামা বেজꦛে গিয়েছে। সুতরাং এখন এই বই প্রকাশ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।