লোকসভা নির্বাচন মিটে গিয়েছে। ২৯টি আসন ঝুলিতে এসেছে ত⛎ৃণমূল কংগ্রেসের। তবে মাঝে দেড় মাস দলীয় কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই সরিয়ে রাখার বিষয়ে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে ‘সাময়িক বিরতি’র কথাও জানিয়েছিলেন তিনি। একুশে জুলাইয়ের মঞ্চে ফিরে আসেন তিনি। আর একুশের মঞ্চ থেকেই জানিয়ে দেন সংগঠনে রদবদল করবেন তিনি। ডায়মন্ডহারবারের সাংসদের সেই বার্তায় কেঁপে গিয়েছিল অনেকের পা। কিন্তু তিন মাস পর্যন্ত অপেক্ষা করꦚলেন না তিনি। বানিয়ে ফেললেন বাদের তালিকা বলে সূত্রের খবর।
একদিন আগেই ডায়মন্ডহারবারে গিয়ে প্রশাসনিক বৈঠক করেছেন অভিষেক। এবার তিনি অন্যান্য জ♈েলায যাবেন বলে সূত্রের খবর। আর একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেকের বিশেষ বার্তা ছিল, ‘এই এক🥀 দেড় মাস আপনারা আমাকে কোনও দলীয় কর্মসূচিতে দেখেননি। কারণ, আমি পর্যালোচনা করছিলাম। সেই পর্যালোচনার ফল আপনারা তিন মাসের মধ্যে দেখতে পাবেন।’ এবার সেই কাজ শুরু হয়ে গিয়েছে। তাই দুর্গাপুজোর আগে অথবা পরে ডানা ছাঁটা হতে পারে বহু সংগঠনের নেতার। যাঁরা সঠিক দায়িত্ব পালন করেনি বলে উঠে এসেছে তথ্য।
আরও পড়ুন: হাসপাতালের ভিতরেই প্যান্টের চেন খুলে এগিয়ে গেল যুবক, গৃহবধূর চ൩িৎকারে গ্রেফতার বর্ধ🅷মানে
গতকাল শনিবার আমতলায় প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন ডায়মন্ডহারবারের সাংসদ। এদিন সন্ধ🐭্যায় অভিষেক সংবাদমাধ্যমে বলেন, ‘২১ জুলাই তিন মাসের মধ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে বলেছিলাম। তিন মাসের জায়গায় হয়তো চার মাস হতে পারে। কারণ সামনে দুর্গাপুজো আছে। অক্টোবর মাসে কিছু করা যাবে না। অপেক্ষা করুন নিশ্চিতভাবেই সাংগঠনিক রদবদল হবে।’ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা ভোলেননি সেটা এদিন স্পষ্ট হয়ে গিয়েছে। সুতরাং দলের প্রথম সারির নেতাদের পর🐓্যবেক্ষণ, জেলা স্তর থেকে ব্লক, টাউন স্তর পর্যন্ত সাংগঠনিক রদবদল করা হতে পারে বলে সূত্রের খবর।