দুর্গাপুজোর প্রাক্কালে একই দিনে রাজ্যের মন্ত্রী এবং হেভিওয়েট বিধায়কের বাড়িতে হানা দিল সিবিআই। পৌরসভার নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেই এমন হানা কেন্দ্রীয় গোয়েন্দা ✃সংস্থা🔴র। সকাল থেকে তল্লাশি চলল ফিরহাদ হাকিম এবং মদন মিত্রের বাড়িতে। এখন অবশ্য মদন মিত্রের বাড়ি থেকে সিবিআই অফিসাররা বেরিয়ে গেলেন ৬ ঘণ্টা কাটানোর পর। আর তাতেই তোলপাড় রাজ্য–রাজনীতি। আর গোটা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ–অভিনেতা দেব।
আজ, রবিবার ঘাটালে পৌঁছে গিয়েছেন এই লোকসভার সাংসদ। একদিন আগেই তাঁর নামে নিখোঁজ পোস্টার পড়েছিল। তারপরের দিন হাজির হওয়া বেশ তাৎপর্যপূর্ণ। তবে বানভাসী ঘাটালের মানুষের পাশে থাকতেই তিনি এসেছেন বলে জানিয়েছ🧔েন স্বয়ং। ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসেন অভিনেতা সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। আর সকাল থেকে রাজ্যজুড়ে সিবিআইয়ের অভিযান নিয়ে মুখ খুললেন সাংসদ দেব। ঘাটালের বন্যা পরিস্থিতি–সহ নিখোঁজ পোস্টার নিয়েও দিয়েছেন উপযুক্ত জবাব। সিবিআইয়ের এই সারপ্রাইজ ভিজিট নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বিজেপি তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে এসব করাচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।
নিখোঁজ পোস্টার নিয়ে কী বললেন দেব? একদিন আগেই নিখোঁজ পোস্টার পড়ে ঘাটালে। সেখানে সাংসদ দেব নিখোঁজ লেখা হয়। আর তার পরদিনই হাজির সাংসদ। এই বিষয়ে দেবের বক্তব্য, ‘মানুষ আমাকে চায় বলেই নিখোঁজ পোস্টার দিয়েছে। অর্থাৎ আমাকে খুঁজছে। আর আমি তো এসে গিয়েছি। মানু🐻ষ খোঁজার সঙ্গে সঙ্গে এসে গিয়েছি। এখন মানুষজন খুব সমস্যায় আছেন। কারণ এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। মানুষকে এই দুর্যোগপূর্ণ পরিবেশ থেকে সরাতে হবে। আমার দল কাজ করছে। আমিও তাঁদের সাহায্য করতে এসেছি। সুতরাং এখানে মানুষকে সাহায্য করা ছাড়া আর কোনও♉ বিষয় গুরুত্ব পেতেই পারে না।’
আরও পড়ুন: ইলিশ মাছের অভাব দেখা দিয়েছে মারাত্ম🐬কভাবে, মাত্রাছাড়া দাম বাড়ছে বাজারে
আজ তো ফিরহাদ–মদনের বাড়িতে সিবিআই হানা দিয়েছে। কী বলবেন? জবাবে দেব সরাসরি তির তাক করেছেন কেন্দ্রীয় সরকারের দিকে। তাঁর কথায়, ‘কেউ যদি ভুল করে থাকে, তার শাস্তি হওয়া উচিত। আর যদি রাজনৈতিক ষড়যন্ত্রে বিষয়টি হয়൲ে থাকে তাহলে ভবিষ্যতের জন্য খুব খারাপ। কারণ সারাজীবন কারও কাছে ক্ষমতা থাকবে না। অন্যরা যখন ক্ষমতায় আসবে, তারাও একই পন্থা নেবে, যা দেশের জন্য খারাপ। আর ববিদা একজন যথেষ্ট সিনিয়র নেতা। তিনি এসবের মধ্যে নেই বলেই আমার বিশ্বাস। তাছাড়া তিনি জানেন কি করে সব সামলাতে হয়। অনেক ভাল কাজ করেছেন মেয়র হিসাবে।’