বিজেপির ধারেকাছে নেই কোনও দল। কিন্তু ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত নির্বাচনী বন্ডের মাধ্যমে সর্বাধিক অনুদান পাওয়া দলের তালিকার দ্বিতীয় স্থানে আছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ কংগ্রেসের থেকেও বেশি টাকা পেয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতে ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান বাবদ ৬০,৬০,৫১,১𒁏১,০০০ টাকা পেয়েছে বিজেপি (৬,০৬০.৫ কোটি টাকার বেশি)। সেখানে তৃণমূলের প্রাপ্ত অনুদানের অঙ্কটা হল ১৬,০৯,৫৩,১৪,০০০ টাকা (১,৬০৯.৫৩ কোটি টাকার বেশি)। অর্থাৎ পাঁচ বছরেরও কম সময় নির্বাচনী বন্ডের মাধ্যমে তৃণমূলের ভাঁড়ারে ১,৬০৯.৫৩ কোটি টাকার বেশি ঢুকেছে।
আরও পড়ুন: নন্দীগ্রাম থেকে জলপাইগুড়ি, স্পেন থেকে কালীঘাট, বারব𒀰ার আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নির্বাচনী বন্ড থেকে সর্বাধিক অনুদান পেয়েছে কোন রাজনৈতিক দল?
সুপ্রিম কোর্টের নির্দেশের পর বুধবার বিকেলের মধ্যে নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমা দিয়েছিল ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া꧑ (এসবিআই)। সেই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নির্বাচনী বন্ডের যাবতীয় পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। কোন দলকে কারা কত টাকা দিয়েছে, তা প্রকাশিত না হলেও কোন দল কত টাকা পেয়েছে, তা হিসাব করা যাচ্ছ অনায়াসেই। আর সেটার ভিত্তিতেই নির্বাচনী বন্ডের মাধ্যম𒁏ে কোন দল সর্বাধিক অনুদান পেয়েছে, তা দেখে নিন। তাৎপর্যপূর্ণভাবে প্রথম ২০টি দলের মধ্যে নেই সিপিআইএম।
১) বিজেপি: ৬০,৬০,৫১,১১,০০০ টাকা।
২) তৃণমূল কংগ্রেস: ১৬,০৯,৫৩,১৪,০০০ টাকা।
৩) কংগ্রেসের সভাপতি: ১৪,২১,৮৬,৫৫,০০০ টাকা।
৪) ভারত রাষ﷽্ট্রীয় সমিতি (তেলাঙ্গানার শাসক দল ছিল): ১২,১৪,৭০,৯৯,০০০ টাকা।
৫) বিজু জনতা🐎 দল (ওড়িশার শাসক দল): ৭,৭৫,৫০,০০,০♐০০ টাকা।
৬) ডিএমকে (তামিলনা🐼ড়ুর শাসক দল): ৬,৩৯,০০,০০,০০০ টাকা।
৭) ওয়াইএ𓆏সআর কংগ্রেস🅘 (অন্ধ্রপ্রদেশের শাসক দল): ৩,৩৭,০০,০০,০০০ টাকা।
৮) তেলুগু দেশম পার্টি: ২,১৮,৮৮,০০,০০০ টাকা।
৯) শিবඣসেনা (রাজনৈতিক দল): ১,৫৮,৩৮,১৪🍬,০০০ টাকা।
১০) রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)ꩵ: ৭২,৫০,০০,🦹০০০ টাকা।
আরও পড়ুন: Petrol,💙 Diesel price reduced: ভোটের দিন ঘোষণার ঠিক আগে পেট্রোল, ডিজেলের দাম কমাল মোদী সরকার
১১) আম আদমি পার্টি (আপ): ৬৫,৪৫,০০,০০০ টাকা।
১২) জনতা দল (সেকুলার): ৪৩,৫০,০০,০০০ টাকা।
১৩) 🔯সিকিম ক্রান্তিকারী মোর্চা: ৩৬,৫০,০০,০০০ টাকা।
১৪) ন্যাশনালিস্ট কংগ্রেস পার🌳্টি: ৩০,৫০,০০,০০০ টাকা। ꧃;
১৫) জনসেনা পার্টি: ২১,০০,০০,০০০ টাকা।
১৬) সভাপ🍸তি, সমাজবা♓দী পার্টি: ১৪,০৫,০০,০০০ টাকা।
১৭) বিহার প্রদেশ জনতা দল (ইউনাইটেড): ১৪,০০,০০,০০০ টাকܫা।
১৮) ঝাড়খণ্ড জনমুক্ত𓄧ি মোর্চা: ১৩,৫০,০০,০০০ টাকা।
১৯) শিরোমণি অকালি দল: ৭,২৬,০০,০০০ টাকা।
২০) এআইএডিএমকে: ৬,০৫,০০,০০০ টাকা।