✃ বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ির অটোমোবাইল মার্কেট ভারতে দাপট ধরে রাখতে এবার আরও একধাপ এগোল টাটা মোটর্স। এবার টাটা মোটর্সের ৯ হাজার কোটির একটি প্ল্যান্ট তৈরি হতে চলেছে দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতে। উল্লেখ্য, হুগলির সিঙ্গুরে টাটাদের গাড়ি নির্মাণের কারখানা ঘিরে এক দীর্ঘ অধ্যায় পার হয়েছে। শেষে টাটা বনাম রাজ্য সরকারের আইনি লড়াইও দেখেছে পশ্চিমবঙ্গ। একটা সময় যাবতীয় জটিলতা কাটিয়ে টাটারা সিঙ্গুর থেকে সরে গিয়েছিল কারখানার প্রজেক্ট ঘিরে। এবার টাটাদের নজরে তামিলনাড়ুর ৯ হাজার কোটি টাকার প্ল্যান্ট।
🌳তামিলনাড়ুতে ওই কারখানায় কোন ধরনের গাড়ি তৈরি হবে, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। শুধু জানা গিয়েছে যে, সেখানে গাড়ি নির্মাণ করতে চলেছে সংস্থা। তবে বেশ কিছু বিশ্লেষক বলছেন, সম্ভবত প্যাসেঞ্জার ভেহিক্যাল তৈরি করবে টাটারা। এর আগে, গুজরাটে ফোর্ড মোটর্সের কারখানা ৭২৬ কোটি টাকায় কিনে নিয়েছিল টাটারা। এদিকে, তামিলনাড়ুতে ফোর্ডের খারখানা ভেঙে পড়ার পর সেটিকেও টাটারাই নিতে পারে মৃবলে মনে করছেন বহু বিশ্লেষক। উল্লেখ্য, টাটাদের এই বিপুল বিনিয়োগ, তামিলনাড়ুর ক্ষেত্রে কর্মসংস্থানের দিক থেকে বড় খবর। সেরাজ্যে শিল্পক্ষেত্রেও এই বিনিয়োগ আলাদা মাত্রা আনবে। জানা গিয়েছে, সদ্য তামিলনাড়ুর চেন্নাইতে সেরাজ্যের স্ট্যালিন সরকারের সঙ্গে টাটাদের এই চুক্তির বিষয়ে চূড়ান্ত হয়েছে বলে খবর। উল্লেখ্য, বাজার মূল্যের দিক থেকে টাটারা দ্বিতীয়স্থানে রয়েছে অটোমোবাইল সংস্থার তালিকার নিরিখে। এক্ষেত্রে টাটাদের আগে রয়েছে মারুতি সুজুকি।
💎জানা যাচ্ছে, তামিলনাড়ুর রানিপেটে এই নতুন কারখানা গড়ে উঠতে চলেছে। এই কারখানা দক্ষিণ বারতে টাটা মোটর্সের দ্বিতীয় কারখানা। এর আগে কর্ণাটকের ধারওয়াদে এই কারখানা তৈরি হয়। তারপরই রানিপেট। মনে করা হচ্ছে, রানিপেটের কারখানায় ৫০০০ কর্মসংস্থান হবে। ফলে তা আদতে তামিলনাড়ুর রাজ্যের অর্থনীতিকে আরও চাঙ্গা করবে। তামিলভূমের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন আর্থিক উন্নতি নিয়ে রাজ্যের জন্য ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা রেখেছেন। আর তা ২০৩০ সালের মধ্যে করার কথা জানানো হয়েছে। টাটা মোটর্স ছাড়াও টাটা ইলেকট্রনিক্স তামিলনাড়ুতে প্ল্যান্ট তৈরি করছে। সেটি তামিলনাড়ুর হোসুরে হচ্ছে। সেখানে ৭,৬৫০ কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে। টাটারা ছাড়াও তামিলনাড়ুকে বেছে নিয়েছে ভিয়েৎনামের ভিনফাস্ট। তারা তামিলনাড়ুতে কারখানা গড়তে বিনিয়োগ করেছে ১৬ হাজার কোটি টাকা।