রআওরপ্রথমে ঠিক হয়েছিল ৩ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ যাওয়ার পর সন্দেশখালিতে একটি বড় সভা করা হবে। বিরোধীরা যে অভিযোগ তুলছে, সেই সভা থেকে তার জবাব দেওয়া হবে। ১০ মার্চ ব্রিগেড সমাবেশ ডেকেছে তৃণমূল। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্🌠দেশ দিয়েছেন, বড় সমাবেশ নয়। ব্রিগেডের প্রস্তুতি সমাবেশ কর♔া হবে সন্দেশখালিতে।
বসಌিরহাট জেলা তৃণমূলের সভাপতি তথা হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, 'আপাতত আর কোনও সভা নয়। যেহেতু সামনেই দলের ব্রিগেড সমাবেশ রয়েছে, তাই সেই ব্রিগেডকে সফল করতে আমরা সন্দেশখালিতে ৩ মার্চ একটি প্রস্তুতি সভা করব।' কিন্তু কেন হঠাৎ সিদ্ধান্ত বদল? বিগ্রেড সমাবেশ নাকি সন্দেশখালিতে বড় সভা না করার অন্য কোনও কারণ রয়েছে? এ নিয়ে কিছু বলতে চাননি হাজি নরুল ইসলাম।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক সন্দেশখালির এক সিপিএম নেতার দাবি, আসলে যে রকম উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালি সেখানে সভা করতে গেলে রোষের ✨মধ্যেও পড়তে হতে পারে শীর্ষস্থানীয় নেতাদের। সব বুঝেই ব্রিগেডের প্রচার সভা করে দায় সারতে চাইছে তৃণমূল।
আরও পড়ুন। 'শাহজাহানকে গ্রেফতার করতে পারত পুলিশ', বললেন প্রধান বিচারপতি, ধোপে ঠিকল না অভি𒅌ষেকের দাবি
আরও পড়ুন। 'অজিত মাইতি গ্রেফতার হতেই সন্দেশখালিতে জনরোষ আছড়♎ে পড়ল আরও ২ TMC নেতার বাডꦍ়িতে