আজ, সোমবার ব্যস্ত সময়ে রেললাইনের উপর খারাপ হয়ে যায় একটি ইটবোঝাই গাড়ি। আর তার জেরে সপ্তাহের শুরুতেই ব্যাহত হল ট্রেন চলꦇাচল। লাইনের উপর এভাবে ইটবোঝাই গাড়ি দাঁড়িয়ে পড়ায় বেশ কিছুক্ষণ হাওড়া–খড়গপুর শাখায় বন্ধ হয়ে যায় ট্রেন পরিষেবা। ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রীদের। আটকে পড়ে হাওড়া খড়গপুর ডাউন লাইনের ট্রেন। দিনের কর্মব্যস্ত সময়ে অফিসটাইমেই ট্রেন চ💯লাচল বিঘ্নিত হওয়ায় অফিসযাত্রীরা নাকাল হন।
এদিকে আজ সকালে দক্ষিণ–পূর্ব রেলের ঘোড়াঘাটা স্টেশনের পাশে লাইনের উপর ঘটে যায় বিপত্তি। স্থানীয়🍃 সূত্রে খবর, এদিন একটি ইট বোঝাই ম্যাটাডোর ঘোড়াঘাটা ༺স্টেশনের পাশের লেভেল ক্রসিং পেরিয়ে ১৬ নম্বর জাতীয় সড়কের দিকে যাচ্ছিল। তখন ওই ম্যাটাডোরের যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় সেটি লাইনের উপর দাঁড়িয়ে পড়ে। তার জেরে হাওড়া–খড়গপুর শাখায় বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন যাত্রীরা।
অন্যদিকে রেল কর্তৃপক্ষ দ্রুত ঘটনার খবর পায়। আর তারপর পরিস্থিতি সামাল দিতে চেষ্ট꧑া ♌করে রেল কর্তৃপক্ষ। এমনকী স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে যায়। ইট নামিয়েꩵ গাড়িটিকে ঠেলে লাইন থেকে সরিয়ে দেওয়া হয়। তাতে সময় লেগে যায় অনেকটা। এই ঘটনার পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। তবে এই ঘটনার জেরে কিছুটা সময় পরিষেবা পুরোপুরি বন্ধ থাকায় প্রায় প্রত্যেকটি ট্রেনই দেরিতে চলছে। পর পর দাঁড়িয়ে পড়ে ট্রেন। সপ্তাহ𓄧ের প্রথম দিনেই দুর্ভোগে পড়ে নিত্যযাত্রীরা।