রবিবার ছুটির দিনে হাওড়া–ব্যান্ডেল লাইনে ব্যাহত হল ট্রেন পরিষেবা। এরফলে সমস্যায় পড়েন যাত্রীরা। ধীর গতিতে চলে ট্রেন। এদিন সকাল থেকে এই লাইনে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। উত্তরপাড়া স্টেশনে নন ইন্টারলকিংয়ের কাজের জন্যই সেখানে এই সমস্যা হচ্ছে বলে রেলের তরফে জানানো হয়েছে। অন্যদিকে, খড়গপুর ডিভিশনে বরদা ও মহিষাদল স্টেশনের মধ্যে ব্রিজের কাজ চলার কারণে ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে। 𒅌এদিন বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এই ডিভিশনে।
আরও পড়ুন: আর হবে না ট্রেন লেট, শিয়া🌜লদা শাখায় কোন নতুন প্রযুক্তি নিয়ে এল রেল?
নন ইন্টারলকিংয়ের কাজের জন্য এদিন হাওড়া–ব্যান্ডেল লাইনে সমস্ত ট্রেন দেরিতে চলে। সকাল ১০টা থেকে ট্রেন পরিষেবা অনিয়মিত হয়ে পড়ে। পৌনে ১১ টা থেকে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এর ফলে বিভিন্ন স্টেশনের ট্রেন আটকে পড়ে। যেমন ডাউন শেওড়াফুলি লোকাল এবং ডাউন গ্যালপিং কাটোয়া লোক𒁃াল যথাক্রমে কোন্নগর স্টেশন এবং রিষড়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে। যদিও হাওড়া–ব্যান্ডেল আপ লাইনে ট্রেন স্বাভাবিকভাবেই চলাচল করছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। সাধারণত ছুটির দিনে ট্রেনে যাত্রী কম থাকলেও অনেকেই ট্রেনযাত্রা করে থাকেন। এরফলে পথে বেরিয়ে সমস্যায় পড়েন বহু যাত্রী। বিকাল ৪টে পর্যন্ত এই সমস্যা থাকবে বলে রেলের তরফে জানানো হয়েছে।
অন্যদিকে, খড়গপুর ডিভিশনে মহিষাদল এবং বরদা স্টেশনের মধ্যে লাইনের ব্রিজের কাজ চলছে। তার জন্য আজ বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। আগেই রেলের তরফে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। এই কাজের জন্য হাওড়া থেকে হলদিয়াগামী সকাল ৯টা ২০ মিনিটের আপ ৩৮০৫৩ লোকাল বাতিল করা হয়েছে। ওই ট♎্রেনটি মেচেদা ও হলদিয়ার মধ্যে বাতিল করা হয়। এছাড়াও, ডাউন ৩৮০৫৪ হলদিয়া পাঁশকুড়াগামী লোকাল হলদিয়া থেকে ছাড়ে সকাল ৯টা ৫০ মিনিটে। সেই ট্রেনটি সম্পূর্ণ বাতিꦯল করা হয়েছে। ৩৮০৫৬ হলদিয়া–হাওড়া লোকাল দুপুর ২টো ৩৫ মিনিটের পরিবর্তে ৩ টে ৩৫ মিনিটে অর্থাৎ এক ঘণ্টা দেরিতে ছাড়ে।