বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Trains Cancelled in West Bengal: ১৪ অগস্ট পর্যন্ত ২০ দূরপাল্লার ট্রেন বাতিল, দেখুন পুরো তালিকা ও কবে কবে চলবে না?
আগামী কয়েকদিনে ২০ টি দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল। শুক্রবার দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব-মধ্য রেলের নাগপুর ডিভিশনে কাজ চলবে। সেজন্য আজ থেকꦜে আগামী ১৪ অগস্ট পর্যন্ত একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল করা হচ্ছে।
কোন কোন ট্রেন বাতিল থাকছে (Trains Cancelled in West Bengal)?
- ১২৮৩৪ হাওড়া-আমদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস: আগামী ৮ অগস্ট থেকে আগামী ১৩ অগস্ট পর্যন্ত বাতিল থাকবে।
- ১২৮৩৩ আমদাবাদ-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস: ৮ অগস্ট থেকে ১৩ অগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।
- ১২১৩০ হাওড়া-পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস: ৮ অগস্ট থেকে ১৩ অগস্ট পর্যন্ত বাতিল থাকবে।
- ১২১২৯ পুণে-হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস: ৮ অগস্ট থেকে ১৩ অগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।
- ১২১০১ লোকমান্য তিলক টার্মিনাস-শালিমার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস: ৬ অগস্ট, ৮ অগস্ট এবং ৯ অগস্ট ট্রেন বাতিল থাকবে।
- ১২১০২ শালিমার-লোকমান্য তিলক টার্মিনাস জ্ঞানেশ্বরী এক্সপ্রেস: ৮ অগস্ট, ১০ অগস্ট এবং ১১ অগস্ট ট্রেন বাতিল করা হয়েছে।
- ১২৭৬৮ সাঁতরাগাছি-হজুর সাহেব নান্দেড় সুপারফাস্ট এক্সপ্রেস: ১০ অগস্ট বাতিল থাকবে।
- ১২৭৬৭ হজুর সাহেব নান্দেড়-সাঁতরাগাছি সুপারফাস্ট এক্সপ্রেস: ৮ অগস্ট বাতিল থাকবে।
- ২২৮৯৪ হাওড়া-সাইনগর শিরডি এক্সপ্রেস: ১১ অগস্ট বাতিল করা হয়েছে।
- ২২৮৯৩ সাইনগর শিরডি-হাওড়া এক্সপ্রেস: ১৩ অগস্ট বাতিল থাকবে।
- ২২৯০৫ ওখা-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস: ৭ অগস্ট বাতিল করা হয়েছে।
- ২২৯০৬ শালিমার-ওখা সুপারফাস্ট এক্সপ্রেস: ৯ অগস্ট বাতিল থাকবে।
- ১২৯০৫ পোরবন্দর-শালিমার এক্সপ্রেস: ১০ অগস্ট এবং ১১ অগস্ট বাতিল করা হয়েছে।
- ১২৯০৬ শালিমার-পোরবন্দর এক্সপ্রেস: ১২ অগস্ট এবং ১৩ অগস্ট বাতিল থাকবে।
- ১২৮১০ হাওড়া-মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস মেল (ভায়া নাগপুর): ৮ অগস্ট থেকে ১৩ অগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।
- ১২৮০৯ মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস-হাওড়া মেল (ভায়া নাগপুর): ৮ অগস্ট থেকে ১৩ অগস্ট পর্যন্ত বাতিল থাকবে।
- ১৮০৩০ শালিমার-মুম্বই লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস: ৮ অগস্ট থেকে ১৩ অগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।
- ১৮০২৯ মুম্বই লোকমান্য তিলক টার্মিনাস-শালিমার এক্সপ্রেস: ৮ অগস্ট থেকে ১৩ অগস্ট পর্যন্ত বাতিল থাকবে।
- ১৮১০৯ টাটানগর-ইটওয়ারি এক্সপ্রেস: ৬ অগস্ট থেকে ১২ অগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।
- ১৮১১০ ইটওয়ারি-টাটানগর এক্সপ্রেস: ৭ অগস্ট থেকে ১৪ অগস্ট পর্যন্ত বাতিল থাকবে।
বাংলার মুখ খবর