জামিন পেলেন বগটুইকাণ্ডে অন্যতম অভিযুক্ত বহিষ্কৃত তৃণমূল নেতা আনারুল হোসেন। মেয়ের বিয়ে উপলক্ষ্যে তাঁকে ৭ দিনের জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। 🦩২৪ নভেম্বর আনারুলের মেয়ের বিয়ে। ২৭ নভেম্বর জেলে ফিরতে হবে তাঁকে।
আরও পড়ুন - মাইনে হয়নি পুরকর্♑মীদের, চুঁচুড়া শহর ঢাকল অন্ধকারে, জ্বলল না পথবা♈তি
পড়তে থাকুন - যৌনাঙ্গে বাইকের চাবি, চরম নির্যাতন,টিউশন যাওয়ার🃏 পথে আলিপুরদুয়ারে সর্বনাশ কিশোরীর
মেয়ের বিয়ে উপলক্ষ্যে অন্তর্বর্তী জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জেলবন্দি আনারুল। মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে সেই আবেদনের শুনানি ছিল। সেখানে আনারুলের আইনজীবী বলেন, ২৪ নভেন্বর আনারুলের মেয়ের বিয়ে ঠিক হয়েছে। পিতা হিসাবে মেয়ের বিয়েতে দায়িত্ব পালনের জন্য সেখানে তাঁর উপস্থিত থাকা একান্ত প্রয়োজননীয়। আনারুলের আবেদনের ভিত্তিতে তাঁকে ৭ দিনের জামিন দেন বিচারপতি বন্দ্যোপাধ্🍌যায়।
২০২২ সালের ২১ মার্চ রামপুরহাটের বগটুই গ্রামে ভাদু শেখ নামে এক তৃণমূল নেতা খুন হন। স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন ভাদু। সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে ওই রাতে বগটুই গ্রামে বিরোধী গোষ্ঠীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ভাদুর পরিবার ও অনুগামীদের বিরুদ্ধে। সেই আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় নারী - শিশুসহ ১১ জনের। নিহতদের পরিবারের অভ🍷িযোগ, তৃণমূলের তৎকালীন ব্লক সভাপতি আনারুলের মদতেই এই হত্যাকাণ্ড।
আরও পড়ুন - বউ চলে গিয়েছে, সমস্যা আরও অনেক, মমতার সঙ🦹𝓡্গে দেখা করতে নবান্নে হাজির সমিরুল!
ঘটনার পর বগটুইয়ে গিয়ে আনারুলকে গ্রেফতার করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক পরে আনারুলকে গ্রেফতার করে পুলিশ। এর পর এই ঘটনার তদন্তভার সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট। তার পর অনারুলের বিরুদ্ধে🐼 চার্জশিট পেশ করে সিবিআই। ২ বছরেরও বেশি সময় জেলবন্দি থাকার পর অবশেষে মেয়ের বিয়ে উপলক্ষ্যে ৭ দিনের জামিন পেলেন আনারুল। যদিও এর আগে তিনি জানিয়েছেন, তাঁকে ফাঁসানো হয়েছে।