পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে নোটিশ পাঠাল আয়কর দফতর। তাঁর বিরুদ্ধে আয়কর রিটার্ন জমা না দেওয়ার অভিযোগ রয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু💦 অধিকারীর দাবি, উত্তম বারিকের বিরুদ্ধে তদন্ত EDকে হস্তান্তর করুক আয়কর বিভাগ।
আরও পড়ুন: গায়🌳ের রং আর শারীরিক গঠন দেখে আদিবাসী মহ♛িলাদের চিনতে পারি, TMCর নারায়ণ গোস্বামী
বৃহস্পতিবার ইমেল করে কলকাতায় আয়কর বিভাগের দফতরে হাজির হতে নির্দেশ দিয়েছেন দফতরের আধিকারিকরা। সঙ্গে ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত ব্যবসার হিসাব ও আয়কর রিটার্নের কপি আনতে বলা হয়েছে তাঁকে। এব্যাপারে উত্তমবাবু বলেন, আমি আ🐻য়কর🤡ের চিঠি পেয়েছি। আমার কাছে ব্যবসার হিসাব চাওয়া হয়েছে। আমি আইনজীবী মারফৎ হিসাব পাঠিয়ে দেব।
উত্তম বারিককে আয়কর তলব নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘বিরাট বড় ডাকাত। ফাটা প্যান্ট, পোড়া বিড়ি খেত। একটা ফিক্সড ডিপোজিট পেয়েছে ১ কোটি ৬১ লক্ষ টাকার। আরেকটা ফিক্সড ডিপোজিট পেয়েছে ১ কোটি ৩৬ লক্ষ টাকার। কোম্পানি আছে🔯, তার আয়কর রিটার্ন জমা দেয়নি ২০১৭ সাল থেকে। ফিট কেস ফর PMLA। আমি আয়কর বিভাগকে বলব, আপনারা অবিলম্বে কেস ইডিকে হস্তান্তর করুন। ১০ হাজার লিটার তেল তোলে ও আর প্রদীপ দে। ২ হাজার লিটার তেল টাওয়ারে খবচ হয়। ৮ হাজার লিটার তেল মারে’।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পরীক্ষায় দুটি ক্যামেরার নজরদারি, বাড়তি জোর প্রশ্নপত্র সু💜রক্ষায়
বলে রাখি, এর আগে দলবদলু বিধায়ক বায়রন বিশ্বাসকে তলব করেছিল আয়কর দফতর। তাঁর বাড়িসহ একাধিক ঠিকানায় তল্লাশিও চালান তদন্তকারীরা। উদ্ধার হয় লক্ষ লক্ষ নগদ। এবার ডাক পড়ল উত্তম বারিকের। এবার দেখার তাঁর বিরুদ্ধে ওঠা অভꦿিযোগ কী করে খণ্ডন করেন তিনি।