২১ মার্চ সন্ধেয় রামপুরহাটের বগটুই গ্রামের মোড়ে নিজের বাড়ির কাছেই খুন হয়েছিলেন বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। সেই খুনের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করল পুলিশ। এর ফলে ভাদু শেখ খুনে গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ৬ জন। ঘটনায় নতুন করে আরও দু'জনকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম হল ভাসন শেখ ও সফিক শেখ। তাদের যথাক্রমে নলহাটি এবং মাড়গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। আজ এই দু'জনকে রামপুরহাট আদালতে তোলার কথা রয়েছে। সূত্রের খবর, আদালতে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাতে পরে পুলিশ। ভাদু শেখকে বোমা মেরে হত্যা করার পরেই নৃশংস ঘটনা ঘটেছিল বগটুই গ্রামে। ওই গ্রামের পূর্বপাড়ার ৯ জনকে পুড়িয়ে হত্যা করা হয়। এদিকে, ভাদুকে খুনের পরেই ১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিল তার পরিবার। ঘটনার অভিযোগ পাওয়ার পরেই প্রথমে হানিফ শেখ নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে মঙ্গলবার শেরা শেখ, সঞ্জু শেখ ও রাজা শেখ গ্রেফতার হয়। ওই তিনজনকে যথাক্রমে মালদহ, রামপুরহাট ও ঝাড়খণ্ড সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। পরে বুধবার রাতে আরও দু'জনকে গ্রেফতার করা হয়েছে।এই ঘটনায় আগে গ্রেফতার হওয়া অভিযুক্তদের ইতিমধ্যেই ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অন্যদিকে, ঘটনায় তদন্তভার পাওয়ার পরেই ভাদু শেখের ফেরার ভাইদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। ভাদুর বোনের বাড়িতেও খোঁজ করেছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার পাওয়ার পরেই জোর কদমে তদন্ত করছে সিবিআই। রামপুরহাট থানার প্রাক্তন আইসি, এসডিপিও, ধৃত তৃণমূল নেতা অনারুল হোসেন সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআইয়ের আধিকারিকরা। আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা রয়েছে সিবিআইয়ের আধিকারিকদের।