রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছে বিরোধীরা। এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বলপাই অঞ্চলের পানপাড়া এলাকা। তৃণমূলের এক গোষ্ঠী ছুরি নিয়ে হামল🎉া চালাল অন্য গোষ্ঠীর ওপর। ঘটনায় দু'জন൩ তৃণমূল কর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় সবং ব্লকের বলপাই অঞ্চলের পানপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের মিটিং ছিল। সেই মিটিং শেষ হওয়ার পꦅর কোনও একটি বিষয়কে কেন্দ্র করে তৃণমূল কর্মীরা বচসায় জড়িয়ে🎃 পড়েন। আর তারপরে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূ🍸ল কর্মীরা। তার মধ্যে কয়েকজন ছুরি দিয়ে হামলা চালায়। ঘটনায় ছুরির আঘাতে আহত হয়েছেন অমল কর ও তাপস মান্না নামে দুই তৃণমূল কর্মী। তাদের দুজনকে প্রথমে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ২ জনকেই মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তর করা হয়। সবং এলাকায় বেশ কয়েকমাস ধরে তৃণমুল🅺ের কোনও গোষ্ঠী কোন্দল ছিল না দাবি দলের নেতৃত্বের। কিন্তু, গতকাল সন্ধ্যার ঘটনায় ফের সবংয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে।