উলুবেড়িয়ার ডাম্পিং গ্রাউন্ড। অন্যান্যদিনের মতোই সেখানে ভাঙা শিশি বোতল কুড়োচ্ছিলেন কয়েকজন। চারপাশে আবর্꧋জনার স্তুপ। তার মধ্যেই আচমকাই কয়েকটি প্লাস্টিকের জার দেখে সন্দেহ হয় তাদ♈ের। নেড়ে চেড়ে দেখতেই বোঝা যায় ওর মধ্যে শিশুর ভ্রুণ রয়েছে। এরপর কাছাকাছি খোঁজ করতেই বেরিয়ে আসে একের পর এক সদ্যোজাতের দেহ।
সব মিলিয়ে প্রায় ১৭টি দেহ মিলেছে বলে খবর। এলাকাবাসীদের দাবি, সংখ্যাটা ২২-২৩টা হবে বলেই মনে হচ্ছে। এত ছোট যে ভালো করে বোঝাও যাচ্ছে না। কি𓃲ন্তু কীভাবে এই ডাম্পিং🌞 গ্রাউন্ডে এল এত শিশুর দেহ?
দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে। কিন্তু কীভাবে এতগুলি দেহ এখানে এল? প্রশ্ন বাসিন্দাদের। স্🐠থানীয়দের একাংশে অভিযোগ, উলুবেড়ির বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে এꦉকাধিক নার্সিং হোম। সেই নার্সিং হোমে অবৈধভাবে গর্ভপাত করানো হয় বলেও অভিযোগ। সেখান থেকে এই ভ্রুণগুলি ফেলা হয়েছে কি না সেট𒐪া দেখা হোক।
বাসিন্দাদের অভিযোগ, জেলা স্বাস্থ্য দফতর যদি একটু সচেতন হত তবে এই পরিস্থিতি তৈরি হত না। এর আগেও এই ধরনের ভ্রুণের সন্ধান মিলেছে। 🐼ফের সেই ভ্রুণ ও শিশুর দেহের সন্ধান মিলল ডাম্পিং গ্রাউন্ডে। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।