ইতিমধ্যে দেওয়া হয়েছে লিঙ্ক। কিন্তু তাতে ꧟ক্লিক করলে খুলছে না কোনও ইন্টারভিউয়ের তালিকা। তার ফলে এখনও উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের তালিকা দেখতে পারছেন না প্রার্থীরা। এমনটাই অভি💖যোগ উঠেছে।
প্রার্থীদের দাবি, 🎀স্কুল সার্ভিস কমিশনের (এসএসি) অফিসিয়াল ওয়েবসাইট -তে ইতিমধ্যে ‘View Interview List in c/w 1st SLST, 2016 (Upper-Primary Level Except Physical Education and Work Education)’ একটি লিঙ্ক দেওয়া হয়েছে। তাতে ক্লিক করলে একটি পৃথক পেজ খোলা শুরু হয়ে যাচ্ছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। তারপর দেখানো হচ্ছে যে ‘Thi🐓s site can’t be reached, result.wbcssc.co.in took too long to respond’। অর্থাৎ আপাতত (সোমবার বিকেল ৫ টা ৫৫ মিনিট পর্যন্ত) দেখা যাচ্ছে না উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের তালিকা।
এমনিতে দীর্ঘ টালবাহানার পর গত শনিবার ইন্টারভিউ তালিকা প্রকাশের কথা ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন। তার আগে কয়েক বছর ধরে আইনি জটে ঝুলে ছিল উচ্চ প্রাথমিকের নিয়োগ ꧙প্রক্রিয়া। তারইমধ্যে গত ১১ ডিসেম্বর উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ হিসেব ঘোষণা করে তা বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য নির্দেশ দেন, নয়া বছরের ৪ জানুয়ারি থেকে তথ্য যাচাইয়ের কাজ শুরু করতে হবে। ২০১৬ সালের বিজ্ঞপ্﷽তি অনুযায়ী করতে হবে সেই কাজ। তারপর আগামী বছরের ৩১ জুলাইয়ের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেয় হাইকোর্ট। দ্রুত নিয়োগের লক্ষ্যে সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে না যাওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। হাইকোর্টের নির্দেশ মতো শুরু হয় উচ্চ প্রাথমিকের নথি যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া।