পর্যাপ্ত ভ্যাকসিনের অভাব। তাই স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘক্ষণ দাঁড়িয়েও মিলছিল না টিকা। দিনের পর দিন ঘুরতে হচ্ছিল 𒐪টিকাপ্রাপকদের। অথচ টিকাপ্রাপকদের অভিযোগ, হাসপাতাল চত্বরে টাকা দিলেই ভ্যাকসিন মিলছে! এবার স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে টিকার কালোবাজারির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন টিকাপ্রাপকরা।
গত দু’দিন ধরে পূর্ব মেদিনীপুর🐠 জেলার কোলাঘাট গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে শুধু করোনা ভ্যাকসিন নিয়ে কালোবাজারির অভিযোগই তুললেন না, একইসঙ্গে বিক্ষোভও দেখালেন উত্তেজিত জনতা। বুধবার কোলাঘাটের অনেকের ভ্যাকসিন নেওয়ার তারিখ থাকলেও তা পাননি বলে অভিযোগ টিকাপ্রাপকদের। এদিন টিকার জন্য টাকা ও প্রথম ভ্যাকসিনের স্লিপ হাতে নিয়ে কোলাঘাটে রাস্তা অবরোধ করেন 🌱উত্তেজিত টিকাপ্রাপকরা।
যদিও এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেন, ‘ পর্যাপ্ত পরিমাণে ভ্য🌳াকসিন না আসার কারণে আগামী কয়েক দিন ধরে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া বন্ধ থাকবে। ভ্যাকসিন এলে পুনরায় হাসপাতাল চত্বরে নোটিস দিয়ে জানানো হবে।’
ওদিকে অবরোধকারীদের বক্তব্য, ‘ আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি, যদি সরকার ভ্যাকসিন দিতে না পারে, তাহলে আমরা পয়সা দিতেও প্রস্তুত। আমাদের কাছ থেকে টাকা নিয়ে ভ্যাকসিন দিক সরকার।’ তাঁদের আরও অভিযোগ, ‘প্রত্যেকদিন তাঁরা লꦦাইনে দাঁড়ানোর সত্ত্বেও🍰 টিকা পাচ্ছেন না।
তাঁদের দিনের পর দিন ঘুরতে হচ্ছে। অথচ হাসপাতাল চত্বরে টাকা দিলেই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে! তাহলে সরক🥀ার বলে দিক, আমরা টাকা দিয়ে ভ্যাকসিন নেব।’ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোলাঘাট বিট হাউসের পুলিশ। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তাঁরা। পরে পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।