শিশুচুরির গুজবকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বারাসতের কাজিপাড়া এলাকা। এক মহিলাসহ ৩ জনকে গণধোলাই♔ দেওয়ার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। আহতদের উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের গাড়িও ভাঙচুর করে উন্মত্ত জনতা। এই ঘটনায় ಌগুজব ছড়ানোর অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন - তিনিই রেলের বিরু๊দ্ধে পুলিশে FIR করেছেন, জানেনই না কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী
পড়তে থাকুন - দায়িত্ব বাড়ল শংকর ঘোষের, রইলেন না শুধু বিধায়ক
বুধবার সকালে এক মহিলাকে দেখে স্থানীয়রা আটক করে জেরা করতে শুরু করেন। এর পর তাঁকে ও তাঁর সঙ্গে থাকা আরও ২ ব্যক্তিকে ব্যাপক মারধর করে জনতা। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তখন পুলিশের গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় গাড়ি। যার জেরে কিছুক্ষণের জন্য যশোর রোডে যানচলাচল বন্ধ হয়ে যায়। এর পর এলাকায় ধরপাকড় শুরু করে পুলিশ। লাউড স্পিকারে ঘোষণা করে এলাকায় গুজব না ছড়াতে অনুরোধ করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন SDPOসহ পদস্থ পুলিশ আধিকারিক🥂রা।
পুলিশের তরফে জনানো হয়েছে শিশু চুরির কোনও ঘটনা এলাকায় ঘটেনি। তার পরও এলাকার একটি শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম গুজব ছড়ানো হচ্ছে। বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর গত সপ্তাহে ওই নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় একটি শৌচাগার থেকে। এর পরই এলাকায় শিশুচুরি চক্র সক্রিয় বলে গুজব ছড🗹়ায়। এমনকী তারা শিশুদের অপহরণ করে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিচ্ছে বলেও দাবি করতে থাকেন অনেকে। কিন্তু এসবের কোনও কোনও ভিত্তি নেই বলে জানিয়েছে পুলিশ। আধিকারিকরা জানিয়েছেন, ওই শিশুটিকে বাড়ির পাশেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তে দেখা গিয়েছে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অক্ষত রয়েছে।
আরও পড়ুন - কোচবিহা𓄧রে BJP কর্মীকে ২০ জন মিলে ধর্ষণ করেছে, FIR নিচ্ছে🌌 না পুলিশ: বিপ্লব দেব
পুলিশের তরফে জানানো হয়েছে, এলাকায় ফের কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে পুলিশ। ইতিমধ্যে গুজব ছড়ানোর অভিযোগে বেশ কয়েকজন যুবককে পুলি🌄শ আটক করেছে। এলাকায় চলছে 🍌পুলিশি টহলদারি।