থ্রেট কালচারের অভিযোগ উঠেছিল। তার জেরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পাঁচ ছাত্রকে সাসপেন্ড করেছিল কর্তৃপক্ষ। আজ, মঙ্গলবার কর্তৃপক্ষের সেই নির্দেশ উড়িয়ে দিয়ে অভিযুক্ত পাঁচ ছাত্রকে ক্লাস করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। কর্তৃপক্ষের ওই সাসপেনশনের বিরোধিতায় কলক🤪াতা হাইকোর্টের দ্বারস্থ হন পড়ুয়ারা। আজ এই মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত সাসপেনশনেඣর সিদ্ধান্ত খারিজ করে দেন। কোনও সাসপেনশন নয়। ওই পাঁচ পড়ুয়া ক্লাস করতে পারবে এবং পরীক্ষাও দিতে পারবে। এই পড়ুয়াদের হয়ে মামলা লড়েন আইনজীবী তথা তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তবে ক্লাসে করা আর পরীক্ষায় বসা ছাড়া অন্য কোনও কাজের জন্য কলেজে যাবেন না ওই পড়ুয়ারꦉা বলে স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি। আগামীকাল, বুধবার থেকে ক্লাস করতে পারবেন তাঁরা। থ্রেট কালচারে নাম জড়িয়ে যাওয়ার অভিযোগে অরিত্র রায়–সহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের কয়েকজন পড়ুয়াকে সাসপেন্ড করা হয়। নানা সময়ে কলেজ ক্যাম্পাসে ভয়ের পরিবেশ তৈরি করেছেন তাঁরা বলে অভিযোগ। আর এই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করেন কলেজ কর্তৃপক্ষ। গত ১১ সেপ্টেম্বর বর্ধমান মেডিক্যাল কলেজের সাত ডাক্তারি পড়ুয়াকে সাসপেন্ড করে কলেজ কর্তৃপক্ষ। তাদের ক্লাস ও হস্টেলে ঢোকা নিষিদ্ধ করা হয়। ওই মামলায় ৮ নভেম্বর বিচারপতি জয় সেনগুপ্ত সাস♓পেন্ড হওয়া পড়ুয়াদের ক্লাস করার নির্দেশ দিয়েছিলেন।
আরও পড়ুন: ‘আশঙ্কা তো থাকছেই’, সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনার পর আতঙ্কিত কাউন্সিলররা
আজকের শুনানিতে সাসপেন্ডেড পড়ুয়াদের হয়ে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তখনই বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়ে দেন, আপাতত কলেজ কর্তৃপক্ষের সাসপেনশনের সিদ্ধান্ত স্থগিত থাকবে। আগামী পাঁচ সপ্তাহ পর এই মামলায় পরবর্তী শুনানি রয়েছে। আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, ‘পড়ুয়াদের সাসপেন্ড করার ক্ষমতা কলেজ কাউন্সিলের নেই। এটা করতে পারে অ্যাকাডেম𒐪িক কাউন্সিল। আন্দোলনকারীদের থ্রেটের মুখে পড়ে ওই পড়ুয়াদেরকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছিল কলেজ কর্তৃপক্ষ। এটা কি থ্রেট কালচার নয়? থ্রেট কালচার তো এক ⛦ধরনের র্যাগিং। সব মেডিক্যাল কলেজে অ্যান্টি র্যাগিং কমিটি থাকার কথা। অথচ এই মেডিক্যাল কলেজে কোনও কমিটি নেই। ওই কলেজ ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের নিয়ম মেনে চলছে না।’
এছাড়া আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, ওই ছাত্রদের বিরুদ্ধে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ দেওয়া হয়নি। আর কোনও নিয়ম না মেনে ৬ মাসের জন্য পড়ুয়াদের সাসপেন্ড করেছে কলেজ। অ্যান্টি র্যাগিং কমিটির মতামত না নিয়েই সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের আইনজীবী সুমন সেনগুপ্তের পাল্টা জবাব, ‘অভিযোগ পাওয়ার পর আমরা অভিযোগের বিষয়টি খতিয়ে দেখি। তারপর অনুসন্ধান কমিটি করতে হয়। কর্তৃপক্ষের উপর কোনও চাপ কিংবা বাধ্যবাধকতা ছিল না। তদন্ত কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এই সওয়াল–জবাব শুনে বিচারপতি জয় সেনগুপ্ত জানান, সাসপেꩲনশন স্থগিত থাকছে। ওই পড়ুয়ারা ক্লাস করতে পারবেন। পরীক্ষাও দিতে পারবেন। তবে প্রয়োজন ছাড়া কলেজ চত্বরে থ🌌াকা যাবে না।’